West Bardhaman News: মাত্র কয়েক সেকেন্ডের খেল! মহিলার দুরন্ত হাতসাফাই দেখে চোখ কপালে উঠবে আপনার

Last Updated:

গয়না দেখাতে গিয়ে দোকান মালিককে ব্যস্ত করে তোলেন দুই মহিলা। আর সেই সুযোগেই এক মহিলা দোকানের শো-কেস থেকে একটি সোনার বালা বের করে ভরে নেন নিজের ব্যাগে। 

+
title=

দক্ষিণবঙ্গ: মাত্র কয়েক সেকেন্ড। তার মধ্যেই হাত সাফাই। মুহূর্তের মধ্যে গায়েব প্রায় আশি হাজার টাকা। মহিলার দুরন্ত হাতসাফাইয়ের ক্ষমতা দেখে চমকে গিয়েছেন দোকান মালিক থেকে শুরু করে তদন্তকারীরাও। সামনে এসেছে এমনই এক সিসিটিভি ফুটেজ।
রানিগঞ্জের সি আর রোডে একটি সোনার দোকানের ঘটনা। দিনে দুপুরে গয়না চুরি করে চম্পট দিয়েছেন দুই মহিলা। ঘটনার বর্ণনা দিতে গিয়ে দোকান মালিক দীনেশ বর্মন জানান, দু'জন মহিলা ক্রেতা সেজে এসেছিলেন তাঁর দোকানে। তাঁরা, তাঁর কাছে ৩৫ হাজার টাকা দামের মধ্যে একটি কানের দুল দেখতে চান।
দীনেশ তাঁদের জানান, ওই দামের মধ্যে তার কাছে কোনও কানের দুল নেই। তার চেয়ে কিছু বেশি দামের রয়েছে। তখন ওই দুই মহিলা তাঁকে অন্য সোনার লকেট দেখাতে বলেন। আর এইসব দেখাতে গিয়ে দোকান মালিক যখন ব্যস্ত, তখনই দুই মহিলার মধ্যে একজন দোকানের শো-কেস থেকে একটি সোনার বালা বের করে চট করে ভরে নেন নিজের ব্যাগে।
advertisement
advertisement
আরও পড়ুন: রাতভর তাণ্ডব! তারপরে পূর্ব বর্ধমানে ঢুকতেই শরীর লক্ষ্য করে ধেয়ে এল গুলি
ঘটনার সময় কিছুই বুঝতে পারেননি দোকান মালিক। পরে, জিনিস মেলাতে গিয়ে বুঝতে পারেন একটি সোনার বালা কম পড়ছে। তখনই দোকানের সিসিটিভি ফুটেজ তড়ঘড়ি খতিয়ে দেখতে শুরু করেন দোকানের মালিক দীনেশ বর্মণ। তখনই আসল বিষয়টি সামনে আসে।
advertisement
সঙ্গে সঙ্গেই চুরির ঘটনা নিয়ে পুলিশে খবর দেন দোকানের মালিক। পুলিশকে দেখানো হয় চুরির ওই সিসিটিভি ফুটেজ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দোকান মালিক জানিয়েছেন, চুরি যাওয়া জিনিসটির মূল্য প্রায় ৮০-৯০ হাজার টাকা।
Nayan Ghosh
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: মাত্র কয়েক সেকেন্ডের খেল! মহিলার দুরন্ত হাতসাফাই দেখে চোখ কপালে উঠবে আপনার
Next Article
advertisement
West Bengal Weather Update: নিম্নচাপ প্রবেশ করবে স্থলভাগে, উপকূলে ভারী বৃষ্টির শঙ্কা ! পঞ্চমী ও ষষ্ঠীতে কেমন থাকবে আবহাওয়া?
নিম্নচাপ প্রবেশ করবে স্থলভাগে, উপকূলে ভারী বৃষ্টির শঙ্কা! পঞ্চমী ও ষষ্ঠীর আবহাওয়ার আপডেট
  • নিম্নচাপ প্রবেশ করবে স্থলভাগে

  • উপকূলে ভারী বৃষ্টির শঙ্কা !

  • পঞ্চমী ও ষষ্ঠীতে কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement