KMC Election: কলকাতা-হাওড়া পুরভোটে প্রার্থী কারা, স্পষ্ট করে দিলেন TMC শীর্ষ নেতৃত্ব

Last Updated:

KMC Election: দল যাকে ভালো মনে করবে, কলকাতা-হাওড়ার পুরভোটে তাকেই প্রার্থী করা হবে। কর্মীদের বার্তা তৃণমূল শীর্ষ নেতৃত্বের। 

#কলকাতা: বিধানসভা ভোটের সাফল্য অবশ্যই মাপকাঠিতে আসবে৷ কিন্তু আগামী পুর ভোটে দল কাকে প্রার্থী করবে সেটা দলের ওপরেই ছেড়ে দিতে হবে। কোনও ধরণের বিশৃঙ্খলা দল যে সহ্য করবে না তা বুঝিয়ে দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। খুব শীঘ্রই কলকাতা (KMC Election) ও হাওড়ায় পুর ভোট অনুষ্ঠিত হবে। তার আগে দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের বিজয়া সম্মেলনের অনুষ্ঠানে দলের রাজ্য সভাপতি বলেন, "কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন হবে। তারপরই হবে আরও ১১৬টি পুরসভার নির্বাচন। দল যাকে উপযুক্ত মনে করবে, তিনিই প্রার্থী হবেন। দলের সিদ্ধান্তের উর্ধ্বে কেউ নন।’’
জনপ্রতিনিধিদের সামনে কথা বলতে গিয়ে রাজ্য সভাপতি বলেন, "গত বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁদের আস্থা। তাই রাজনৈতিক খিদে পূরণ না হলে আপনারা কোনও পদক্ষেপ করলে মানুষ আপনাদের ছেড়ে কথা বলবে না। তাই বিরূপ পরিস্থিতিতে কোনও সিদ্ধান্ত বা পদক্ষেপ করার আগে চারবার চিন্তা করবেন।’’
advertisement
advertisement
এর পাশাপাশি আত্মবিশ্বাসে ভর করে বসে থাকলে হবে না। মাঠে নেমে লড়াই করার বার্তা দিয়েছেন তিনি৷ তাঁর কথায়, '‘অনেক আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন ছোট লালবাড়ি দখলে এলেই বড় লাল বাড়ি দখল সম্ভব। এখন আমরা বলছি ছোট লালবাড়ি দখলে থাকলেই এ রাজ্যের তৃণমূলের প্রভাব থাকবে। তাই আপনাদের উদ্দেশে বলব ছোট লালবাড়ির দখলে ভাল ফল করতে আপনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন।’’
advertisement
অন্যদিকে কলকাতা পুরসভার পুর প্রশাসক তথা রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘‘এখন রাজ্যের তৃণমূল ছাড়া কোথাও কোনও রাজনৈতিক দল নেই। এমনটা ভেবে অনেকেই ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছেন। আমি দক্ষিণ কলকাতার কথা বলছি না। রাজ্যের কোথাও কোথাও এমন ভাবনা এসেছে। এমন ভাবনার মানে আপনার মধ্যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ এসেছে।’’ তিনি আরও বলেন, ‘‘তৃণমূল ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য ক্ষমতায় আসেনি। মানুষকে পরিষেবা দিন। কাজ করুন। জানি বহুবার বহুরকম ভাবে আপনাদের বিরক্ত করা হবে। কিন্তু তাদের ব্যবহারে বিরক্ত না হয়ে তাদের কাজ করে দিন, সেবা দিন। তবে আমরা দীর্ঘদিন এ রাজ্যে নিজেদের দলকে ক্ষমতায় রাখতে পারব।’’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
KMC Election: কলকাতা-হাওড়া পুরভোটে প্রার্থী কারা, স্পষ্ট করে দিলেন TMC শীর্ষ নেতৃত্ব
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement