Suvendu Adhikari| মুরলীধর লেনে তিনটি বিশেষ ঘরের একটি পাচ্ছেন শুভেন্দু! মুকুটে নতুন পালক...
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Suvendu Adhikari| ঘর বাছাইই বলে দিচ্ছে ঠিক কতটা গুরুত্বপূর্ণ শুভেন্দু অধিকারী এই মুহূর্তে তাঁর দলের কাছে।
#কলকাতা: মুরুলিধর সেন লেনে রাজ্য দফতরে অবশেষে শুভেন্দু অধিকারী ঢুকে পড়লেন। বিজেপির রাজ্য দফতরে বরাদ্দ হল শুভেন্দুর ঘর। রাজ্য বিজেপির দফতরে এনেক্স বিল্ডিংয়ের দোতলায় ডান দিকের সারিতে রয়ছে তিনটি বড় মাপের ঘর। এই সারির সর্বশেষ ঘরটি বরাদ্দ হল শুভেন্দুর জন্য। বাকি দুটি ঘরের একটি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ও অন্যটি রাজ্যের সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তীর। ঘর বাছাইই বলে দিচ্ছে ঠিক কতটা গুরুত্বপূর্ণ শুভেন্দু অধিকারী এই মুহূর্তে তাঁর দলের কাছে।
গুরুত্বের বিচারে এই তিনটি ঘরই রাজ্যের শীর্ষ পদাধিকারীর জন্য বরাদ্দ করা হয়। অতীতে এই ঘরে থাকতেন বিষ্ণুকান্ত শাস্ত্রী থেকে শুরু করে সর্বশেষ রাজ্যের সাধারন সম্পাদক সংগঠন অমল চ্যাটার্জী ও আরও অনেকে। উল্লেখ্য বিজেপিতে যোগ দেওয়ার পর মুকুল রায়কেও দেওয়া হয়েছিল এই সারির প্রথম ঘরটি। বর্তমানে মুকুলের ফেলে আসা ঘরই দিলীপের জন্য বরাদ্দ। যদিও, সেই ঘরে খুব বেশিদিন ছিলেন না মুকুল। অপরিসর বারান্দা, দর্শনার্থীদের অসুবিধা, এমনি নানা অসুবিধার কারণে রাজ্য দফতর ছেড়ে হেস্টিংসে দপ্তর খোলেন মুকুল।
advertisement
সূত্রের খবর, আপাতত অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই তিনটি ঘরকে সাজিয়ে তোলা হচ্ছে। সংবাদমাধ্যমের দৃষ্টি এড়িয়েই গোটাটা করতে চাইছে রাজ্য বিজেপি। প্রতিটি ঘরের সঙ্গে থাকছে অ্যাটাচড বাথ, বিশ্রাম কক্ষ ও সিক্রেট চেম্বার। অ্যানেক্স বিল্ডিংয়ের দ্বিতলের সিঁড়ির মুখেই বসবে গেট। থাকবেন নিরাপত্তা কর্মীরা। সাধারণের প্রবেশ নিয়ন্ত্রনের জন্য যথাযথ নিরাপত্তা ব্যবস্থা তৈরি করতে চায় রাজ্য বিজেপি। গোটা এলাকাটি আলাদা করে সিসিটিভি নিরাপত্তায় মোড়া হবে বলেই বিজেপির অন্দর সূত্রে খবর।
advertisement
advertisement
বলাই বাহুল্য হেস্টিংসে দলীয় কাজের দফতর ধীরে ধীরে গুটিয়ে ফেলার সিদ্ধান্তের পরই, রাজ্য দফতরকে আবার ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তারই অঙ্গ হিসাবে এই সংযোজন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Aug 08, 2021 8:41 AM IST









