Picnic Spot: ট্রি হাউজ, বোটিং, কী নেই! শহর থেকে ১০ মিনিট দূরে এই পিকনিক স্পট! রইল ঠিকানা
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Picnic Spot: শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরত্বে পুরাতন মালদহের নিত্যানন্দপুরের দিলালপুর এলাকায় অবস্থিত এই পার্ক। সারা বছরই মনোরম পরিবেশ কাটাতে ভিড় জমে পর্যটকদের। তবে শীতের মরশুমে বিশেষ আকর্ষন দিতে পিকনিক স্পট ব্যবস্থা করা হয়েছে পার্ক চত্বরে।
advertisement
advertisement
*ইতিমধ্যে শুরু হয়েছে পিকনিক স্পটের জন্য আগাম বুকিং প্রক্রিয়া। ২২০০ টাকায় ২৫ জন মিলে এই পার্কে মনোরম পরিবেশে পিকনিক করতে পারবেন। পার্ক পরিচালক সঙ্গীতা বিশ্বাস জানান, "সাধারণত এই পার্কে এন্ট্রির ক্ষেত্রে ২০ টাকা চার্জ রয়েছে। পাশাপাশি বোটিং এবং জাম্পিং খেলার জন্য আলাদাভাবে ১০ টাকা করে চার্জ রয়েছে।"
advertisement
advertisement
*তিন একর এলাকা জুড়ে রয়েছে এই পার্কটি। জঙ্গলের মত মনোরম পরিবেশ দিতে শতাধিক বড় বড় গাছ রয়েছে ও পর্যটকদের একান্ত সময় কাটানোর জন্য ট্রি-হাউস রয়েছে। মনোরম পরিবেশ যুক্ত এই পার্ক যেন পর্যটকদের জন্য এক টুকরো স্বর্গরাজ্য। তবে বর্তমান শীতের মরশুমে জেলাবাসীদের সপ্তাহান্তে ছুটি কাটানো ও পিকনিকের অন্যতম ঠিকানা এখন মালদহ শহরের গা ঘেঁষা যুথি কুঞ্জ এই পার্ক।







