তামিলনাড়ু: ফের ট্রেন দুর্ঘটনা- সোমবার ভোরে অন্ধ্রপ্রদেশের ইয়ালামঞ্চিলি এলাকায় টাটানগর-এর্নাকুলাম এক্সপ্রেসের দুটি কোচে আগুন লেগে যায়৷ এই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। বিশাখাপত্তনম থেকে প্রায় ৬৬ কিলোমিটার দূরে ইয়ালামঞ্চিলি-র কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, রাত ১২.৪৫ মিনিটে আগুন লাগার তথ্য পাওয়া যায়। প্যান্ট্রি কারের পাশে অবস্থিত B1 এবং M2 এসি কোচগুলি থেকে আগুনের শিখা দেখা গেছে। আগুন লাগার সময় একটি ক্ষতিগ্রস্ত কোচে ৮২ জন এবং অন্যটিতে ৭৬ জন যাত্রী ছিলেন। লোকো পাইলটরা আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে ট্রেনটি থামিয়ে দেন। ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ায় যাত্রীরা ছুটে এসে ট্রেন থেকে বেরিয়ে আসেন এবং ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
Last Updated: Dec 29, 2025, 12:54 IST


