Flower Fair: বড় গাছ ছোট রূপে! হরেকরকম বাইসাইয়ের বড় চমক সিউড়ির মেলায়, দাম শুনলে চোখ কপালে উঠবে

Last Updated:
Birbhum News Flower Fair: সিউড়ির ইরিগেশন কলোনি মাঠে শুরু হয়েছে বীরভূম জেলা নৃত্য ও গান মেলা। সাংস্কৃতিক অনুষ্ঠান, খাওয়া-দাওয়া ও কেনাকাটার ভিড়ের মধ্যেই এ বছর মেলার আলাদা আকর্ষণ হয়ে উঠেছে দুর্দান্ত সব বনসাই গাছের প্রদর্শনী। বনসাই দেখতে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
1/5
সিউড়ির ইরিগেশন কলোনি মাঠে শুরু হয়েছে বীরভূম জেলা নৃত্য ও গান মেলা। সাংস্কৃতিক অনুষ্ঠান, খাওয়া-দাওয়া ও কেনাকাটার ভিড়ের মধ্যেই এ বছর মেলার আলাদা আকর্ষণ হয়ে উঠেছে দুর্দান্ত সব বনসাই গাছের প্রদর্শনী। বনসাই দেখতে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
সিউড়ির ইরিগেশন কলোনি মাঠে শুরু হয়েছে বীরভূম জেলা নৃত্য ও গান মেলা। সাংস্কৃতিক অনুষ্ঠান, খাওয়া-দাওয়া ও কেনাকাটার ভিড়ের মধ্যেই এ বছর মেলার আলাদা আকর্ষণ হয়ে উঠেছে দুর্দান্ত সব বনসাই গাছের প্রদর্শনী। বনসাই দেখতে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
advertisement
2/5
বোগেনভিলিয়া, ছাতিম, দেশি বট, চাইনিজ বট-সহ নানা প্রজাতির বনসাই সাজিয়ে তোলা হয়েছে মেলায়। এই বনসাইগুলি বিক্রির জন্য নয়, বরং দর্শনার্থীদের মনোরঞ্জন ও সবুজের প্রতি আগ্রহ বাড়ানোর উদ্দেশ্যেই এই প্রদর্শনী। ‘সবুজের পরিবার’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এই ফ্লাওয়ার শো-এর আয়োজন করা হয়েছে।
বোগেনভিলিয়া, ছাতিম, দেশি বট, চাইনিজ বট-সহ নানা প্রজাতির বনসাই সাজিয়ে তোলা হয়েছে মেলায়। এই বনসাইগুলি বিক্রির জন্য নয়, বরং দর্শনার্থীদের মনোরঞ্জন ও সবুজের প্রতি আগ্রহ বাড়ানোর উদ্দেশ্যেই এই প্রদর্শনী। ‘সবুজের পরিবার’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এই ফ্লাওয়ার শো-এর আয়োজন করা হয়েছে।
advertisement
3/5
সবুজের পরিবারের সম্পাদক দীপক দাস জানান, বড়দিন ও শীতের মরশুমে ফুলের সৌন্দর্য উপভোগের সুযোগ করে দিতেই এই উদ্যোগ। মেলায় এসে মানুষ যেমন সাংস্কৃতিক অনুষ্ঠানে আনন্দ পাবেন, তেমনই ফুল ও গাছের সৌন্দর্যে মোহিত হবেন। এই প্রদর্শনীতে শীতকালীন ফুল, বনসাই, ক্যাকটাস, সাকুলেন্ট, পাতাবাহার ও কিছু সবজিও রাখা হয়েছে।
সবুজের পরিবারের সম্পাদক দীপক দাস জানান, বড়দিন ও শীতের মরশুমে ফুলের সৌন্দর্য উপভোগের সুযোগ করে দিতেই এই উদ্যোগ। মেলায় এসে মানুষ যেমন সাংস্কৃতিক অনুষ্ঠানে আনন্দ পাবেন, তেমনই ফুল ও গাছের সৌন্দর্যে মোহিত হবেন। এই প্রদর্শনীতে শীতকালীন ফুল, বনসাই, ক্যাকটাস, সাকুলেন্ট, পাতাবাহার ও কিছু সবজিও রাখা হয়েছে।
advertisement
4/5
গাছপ্রেমী প্রদীপ্ত চ্যাটার্জি জানান, বনসাই হল যেকোনও বড় গাছের ডোয়ার্ফ বা ক্ষুদ্র রূপ। গাছের স্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে তাকে ছোট আকারে রাখা হয়। বনসাইয়ের দাম নির্ভর করে গাছের বয়স ও শেপের উপর। সাধারণত এর দাম সাড়ে তিন-চার হাজার টাকা থেকে শুরু করে ৪০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
গাছপ্রেমী প্রদীপ্ত চ্যাটার্জি জানান, বনসাই হল যেকোনও বড় গাছের ডোয়ার্ফ বা ক্ষুদ্র রূপ। গাছের স্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে তাকে ছোট আকারে রাখা হয়। বনসাইয়ের দাম নির্ভর করে গাছের বয়স ও শেপের উপর। সাধারণত এর দাম সাড়ে তিন-চার হাজার টাকা থেকে শুরু করে ৪০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
advertisement
5/5
একটি বনসাই ঠিকভাবে তৈরি হতে কমপক্ষে চার থেকে পাঁচ বছর সময় লাগে বলে জানান তিনি। আগে বনসাই খুব বেশি দেখা যেত না, তবে বর্তমানে মানুষের শখ ও রুচির পরিবর্তনের সঙ্গে সঙ্গে বনসাইয়ের জনপ্রিয়তাও বাড়ছে। মেলার পরিবেশে এমন সবুজ প্রদর্শনী দর্শনার্থীদের কাছে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
একটি বনসাই ঠিকভাবে তৈরি হতে কমপক্ষে চার থেকে পাঁচ বছর সময় লাগে বলে জানান তিনি। আগে বনসাই খুব বেশি দেখা যেত না, তবে বর্তমানে মানুষের শখ ও রুচির পরিবর্তনের সঙ্গে সঙ্গে বনসাইয়ের জনপ্রিয়তাও বাড়ছে। মেলার পরিবেশে এমন সবুজ প্রদর্শনী দর্শনার্থীদের কাছে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
advertisement
advertisement
advertisement