South Bengal Weather Today: কুয়াশার সঙ্গে শীতল হাওয়ার দাপট, দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় নেই সূর্যের দেখা! 'দার্জিলিং দার্জিলিং' ভাব বলছেন অনেকেই
- Published by:Madhab Das
- local18
Last Updated:
South Bengal Weather Today: সকাল ১০ টা পেরিয়ে গেলেও বহু জায়গা এখনও রয়েছে সূর্যকিরণ থেকে দূরে। এখানেই শেষ নয়, এর পাশাপাশি শীতল বাতাস আর তার সঙ্গে ঘন কুয়াশার দাপট দেখে অনেকেই বলছেন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এখন দার্জিলিং দার্জিলিং ভাব।
সোমবার সকাল থেকেই একেবারে অন্যরকম শীতের অনুভূতি দক্ষিণবঙ্গ জুড়ে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় এদিন সকাল থেকেই সূর্যের দেখা মেলেনি, এমনকি সকাল ১০ টা পেরিয়ে গেলেও বহু জায়গা এখনও রয়েছে সূর্যকিরণ থেকে দূরে। এখানেই শেষ নয়, এর পাশাপাশি শীতল বাতাস আর তার সঙ্গে ঘন কুয়াশার দাপট দেখে অনেকেই বলছেন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এখন দার্জিলিং দার্জিলিং ভাব। (তথ্য: প্রিয়ব্রত গোস্বামী ও দ্বিগবিজয় মাহালি)
advertisement
advertisement
আবহাওয়া দফতরের পূর্বাভাস থেকে জানা গিয়েছে, সোমবার দক্ষিণবঙ্গের সবচেয়ে কম তাপমাত্রার পারদ রয়েছে বাঁকুড়ায়, যেখানে সর্বনিম্ন তাপমাত্রার পারদ পৌঁছেছে ৯ ডিগ্রিতে। অন্যান্য জেলাগুলির মধ্যে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে, বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস, বীরভূমের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৫ থেকে ১১ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে, এর পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির অবস্থাও জুবুথুবু।
advertisement
বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস হওয়ার পাশাপাশি ভোর থেকে ঘন কুয়াশার দাপট সঙ্গে বইছে উত্তুরের শীতল হাওয়া। সবেমিলে বছর শেষের দিনগুলোয় কাঁপছে জেলা বাঁকুড়া। নিতান্তই প্রয়োজনে যারা রাস্তায় বেরিয়েছেন শরীর আদ্যপ্রান্ত ঢেকে, তারপরও মিলছে না ঠান্ডা থেকে নিষ্কৃতি। আগুনে হাত থেকে শরীর গরম করে নেওয়ার চেষ্টা করছেন অনেকেই।
advertisement
একইভাবে পশ্চিম মেদিনীপুরে সকাল থেকেই সূর্যের দেখা নেই। ঘড়ির কাঁটায় ১০টা পেরিয়ে গেলেও সূর্যের দেখা নেই। কুয়াশা রয়েছে অল্প। উত্তুরে বাতাস বইছে। ঠান্ডার অনুভূতি যথেষ্ট রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা, সবং, পিংলা ও তার পার্শ্ববর্তী এলাকায়। আজ, সোমবার সূর্যের দেখা নাও মিলতে পারে বলে জানা যাচ্ছে। শীতের পোশাক পরেই মানুষজন সপ্তাহের প্রথম দিনে কাজে বেরিয়ে পড়েছেন। এলাকায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রীর আশেপাশে রয়েছে।







