Tourism Festival: পুরুলিয়া ঘোরার আনন্দ দ্বিগুণ, পাঁচদিনের মেগা আয়োজন! নাচে-গানে জয়চণ্ডী পাহাড়ের কোলে জমাটি উৎসব
- Reported by:Shantonu Das
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Jaychandi Pahar Tourism Festival: সবমিলিয়ে জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসব পুরুলিয়ার লোকসংস্কৃতি, শিল্পকলা ও পর্যটন সম্ভাবনাকে তুলে ধরার এক মঞ্চ হয়ে উঠেছে।
পুরুলিয়া জেলার ঐতিহ্যবাহী ২০তম জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসব শুরু হল। বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। উদ্বোধনের দিন থেকেই উৎসব প্রাঙ্গণে নেমে আসে এক অনাবিল আনন্দের আবহ। রঙিন আলো, সুরেলা সংগীত আর নান্দনিক সাজসজ্জার মধ্য দিয়ে শুরু হয় উৎসবের পথচলা। (ছবি ও তথ্য - শান্তনু দাস)
advertisement
সাংস্কৃতিক পরিবেশনা, স্থানীয় শিল্পীদের অংশগ্রহণ এবং নানা আয়োজন উৎসব প্রাঙ্গণকে করে তোলে প্রাণবন্ত ও উৎসবমুখর। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকদের ভিড়ে প্রথম দিনেই ঠাসা হয়ে ওঠে জয়চণ্ডী পাহাড় পর্যটন কেন্দ্র। পরিবার-পরিজন, বন্ধু ও ভ্রমণপিপাসু মানুষজনের পদচারণায় মুখরিত হয়ে ওঠে চারপাশ। পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে উৎসবের আনন্দ মিলেমিশে তৈরি করে এক অনন্য অভিজ্ঞতা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
পাঁচ দিনের এই মেলায় থাকছে একাধিক নামিদামি সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার শেষ দিনে দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন বোম্বে খ্যাত সঙ্গীত শিল্পী সাবির কুমার। এছাড়াও মঞ্চ মাতাবেন জনপ্রিয় শিল্পী শোয়েব আলী। লোকশিল্পের ক্ষেত্রে মেলার অন্যতম আকর্ষণ হতে চলেছে বীরভূমের মানব পুতুলের নজরকাড়া পরিবেশনা।
advertisement








