Alipurduar News: চোরাশিকারীদের মাথায় বাজ, জঙ্গলের প্রতিটি নড়াচড়া এবার নজরে! ট্র্যাপ ক্যামেরা নেটওয়ার্কে জলদাপাড়ায় বড় আপগ্রেড

Last Updated:

Alipurduar News: বন্যপ্রাণীদের গতিবিধি লক্ষ্য রাখতে জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গলে আরও ক্যামেরা বসানো হবে। বন্যপ্রাণ সংরক্ষণের ক্ষেত্রে যা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে।

+
জলদাপাড়ার

জলদাপাড়ার প্রবেশ গেট

মাদারিহাট, অনন্যা দে: বন্যপ্রাণীদের গতিবিধি লক্ষ্য রাখতে জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গলে আরও ক্যামেরা বসানো হবে। যদিও এর আগে ক্যামেরা বসানো হয়েছে।  বন্যপ্রাণ সংরক্ষণের ক্ষেত্রে যা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। বন্যপ্রাণ সংরক্ষণের ক্ষেত্রে এই আধুনিক পদক্ষেপ গ্রহণ করেছে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। সমগ্র বনাঞ্চল জুড়ে ট্র্যাপ ক্যামেরা নেটওয়ার্ক স্থাপন করে বন্যপ্রাণীদের নিয়মিত পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে।
এই উদ্যোগের আওতায় জঙ্গলের অভ্যন্তরের  সংবেদনশীল এলাকাগুলি রয়েছে।অত্যাধুনিক ইনফ্রারেড  ট্র্যাপ ক্যামেরা ও হোয়াইট ফ্ল্যাশ ক্যামেরা বসানো হয়েছে। যার মাধ্যমে দিন ও রাত উভয় সময় সক্রিয় প্রাণীদের গতিবিধি নজরে রাখা সম্ভব হচ্ছে। এই ক্যামেরাগুলির কার্যকর নজরদারির জন্য জলদাপাড়া জাতীয় উদ্যানের গুরুত্বপূর্ণ এলাকাগুলিকে ২ বর্গকিলোমিটার আয়তনের ১০৫টি গ্রিডে ভাগ করা হয়েছে।
advertisement
advertisement
এই গ্রিড নির্ধারণে ভূপ্রকৃতি, আবাসস্থলের সংযোগ, বন্যপ্রাণীদের চলাচলের পথ এবং মানব কার্যকলাপের বিষয়গুলি বিবেচনায় রাখা হয়েছে। প্রতিটি গ্রিডে দুটি করে ডাবল-সাইডেড ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে। যাতে যে কোনও দিক থেকে চলাচলকারী প্রাণীর ছবি ধরা পড়ে। পাশাপাশি চোরা শিকারিদের চিহ্নিত করতেও এই ক্যামেরা বিশেষ ভূমিকা গ্রহণ করছে। বন দফতর সূত্রে জানা যায়, সমস্ত ক্যামেরা স্থাপনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। বসতে চলেছে আরও ক্যামেরা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জলদাপাড়ার এডিএফও নবীকান্ত ঝাঁ জানান, “এই ট্র্যাপ ক্যামেরা থেকে প্রাপ্ত তথ্য বন ও বন্যপ্রাণী সংরক্ষণ পরিকল্পনায় অত্যন্ত সহায়ক হবে। এর মাধ্যমে বন্যপ্রাণীর বিভিন্ন প্রজাতির সংখ্যা, বিস্তার, চলাচলের ধরন এবং আবাস সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে।” পাশাপাশি,  সংবেদনশীল এলাকাগুলিতে অতিরিক্ত নজরদারির সুযোগ তৈরি হবে। সব মিলিয়ে, প্রযুক্তি-নির্ভর এই উদ্যোগ জলদাপাড়ায় বন্যপ্রাণ সংরক্ষণের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে জানা যায়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: চোরাশিকারীদের মাথায় বাজ, জঙ্গলের প্রতিটি নড়াচড়া এবার নজরে! ট্র্যাপ ক্যামেরা নেটওয়ার্কে জলদাপাড়ায় বড় আপগ্রেড
Next Article
advertisement
Left TMC Alliance in Purba Medinipur: বিজেপি-কে হারাতে জোট বাঁধল বাম-তৃণমূল! পূর্ব মেদিনীপুরে সমবায় ভোটে অবাক কাণ্ড
বিজেপি-কে হারাতে জোট বাঁধল বাম-তৃণমূল! পূর্ব মেদিনীপুরে সমবায় ভোটে অবাক কাণ্ড
  • পূর্ব মেদিনীপুরে জোট বাঁধল বাম-তৃণমূল৷

  • সমবায় ভোটে বিজেপিকে হারাতে জোট৷

  • জোট বেঁধে সমবায় জোটে জয় বাম-তৃণমূল জোটের৷

VIEW MORE
advertisement
advertisement