এসআইআর শুনানিতে থাকতে পারবেন না বিএলএ টু-রা..., জেলাশাসকদের কড়া নির্দেশ কমিশনের!
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
SIR Hearing BLA: শুনানি কেন্দ্রে কোনওভাবেই বিএলএ টু-দের ঢুকতে দেওয়া যাবে না। এটা নিশ্চিত করতে হবে জেলাশাসকদের। এই মর্মে এবার জেলাশাসকদের কড়া নির্দেশ দেওয়া হল মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে।
কলকাতা: শুনানি কেন্দ্রে কোনওভাবেই বিএলএ টু-দের ঢুকতে দেওয়া যাবে না। এটা নিশ্চিত করতে হবে জেলাশাসকদের। এই মর্মে এবার জেলাশাসকদের কড়া নির্দেশ দেওয়া হল মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে।
নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, শুনানি প্রক্রিয়া যাতে কোনওভাবেই ব্যাহত না হয় সেটাও নিশ্চিত করতে হবে জেলাশাসকের। নির্দেশে বলা হয়েছে, যদি বিএলএ টু-রা শুনানি কেন্দ্রে ঢোকেন, ERO, AERO, BLO দের বিরুদ্ধে শাস্তি মূলক পদক্ষেপ নেওয়া হবে। জেলাশাসকদের এই বিষয়ে সতর্কতা জানিয়ে কড়া নির্দেশ পাঠাল মুখ্য নির্বাচনী আধিকারিক। এমনটাই কমিশন সূত্রে খবর।
advertisement
advertisement
একইসঙ্গে রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের পুলিশ কমিশনার কেও বিএলএ টু নিয়ে বার্তা নির্বাচন কমিশনের। রাজনৈতিক দলগুলির বিএলএ টু রা ঢোকার ফলে যাতে শুনানি বন্ধ না হয় সেজন্য পুলিশকেও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এই মর্মে রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে গাইড লাইন মনে করালো জাতীয় নির্বাচন কমিশন। শুনানি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশের নিরাপত্তা এবং যাবতীয় পদক্ষেপ নেওয়া হয় সেই বিষয় নিয়ে কমিশনের নির্দেশ ডিজি ও কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে। এমনটাই কমিশন সূত্রে খবর।
advertisement
হুগলির চুঁচুড়াতে শুনানি কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার খবর ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে পৌঁছেছে। হুগলি জেলার জেলাশাসককে বলা হয়েছে শুনানি বন্ধ হয়ে থাকলে অবিলম্বে শুনানি শুরু করতে। নির্বাচন কমিশনের তরফে জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনে শুনানি কেন্দ্রে যাওয়ার জন্য।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 29, 2025 1:00 PM IST










