State Government: স্বাস্থ্যসাথী নিয়ে কড়া রাজ্য! জারি হচ্ছে নয়া নির্দেশিকা, দেখে নিন একনজরে
- Published by:Suvam Mukherjee
- Written by:Onkar Sarkar
Last Updated:
State Government: স্বাস্থ্য সাথী প্রকল্পে রোগী দেখতে রাজ্যের সব চিকিৎসককে বাধ্যতামূলক ভাবে স্বাস্থ্য সাথী পোর্টালে নিজের নাম নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে
কলকাতা: স্বাস্থ্যসাথী নিয়ে আরও কড়া ভূমিকায় রাজ্য স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য সাথী প্রকল্পে রোগী দেখতে এবার একাধিক গাইডলাইন জারি করল রাজ্য স্বাস্থ্য দফতরের স্বাস্থ্যসাথী শাখা। সম্প্রতি এক নির্দেশিকায় জানানো হয়েছে, ভিন রাজ্যের রেজিস্ট্রেশন নম্বর নিয়ে এই রাজ্যের বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম অথবা ডায়গনস্টিক সেন্টারে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় রোগী দেখতে পারবেন না কোন চিকিৎসক।
রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী স্কিমের আওতায় রোগী দেখতে হলে, পশ্চিমবঙ্গ রাজ্য মেডিক্যাল কাউন্সিলে চিকিৎসকদের নিজের নাম নথিভুক্ত করতে হবে। এমনকি কোনও বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম অথবা ডায়গনস্টিক সেন্টার পশ্চিমবঙ্গ রাজ্য মেডিক্যাল কাউন্সিলে বৈধ রেজিস্ট্রেশন নম্বর ছাড়া, কোন চিকিৎসককে দিয়ে স্বাস্থ্য সাথী প্রকল্পে রোগীদের চিকিৎসা করাতে পারবে না। যদি তার অন্যথা হয় সেক্ষেত্রে কড়া ব্যাবস্থা নিতে পিছপা হবে না রাজ্য স্বাস্থ্য দফতর।
advertisement
স্বাস্থ্য সাথী প্রকল্পে রোগী দেখতে রাজ্যের সব চিকিৎসককে বাধ্যতামূলক ভাবে স্বাস্থ্য সাথী পোর্টালে নিজের নাম নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। কোন চিকিৎসক কোন বেসরকারি হাসপাতাল বা নার্সিং হোমের সঙ্গে যুক্ত তা জানতে হবে চিকিৎসকদের।
advertisement
এখানেই শেষ নয়, এই তথ্য পোর্টালে আপলোডের জন্য দিনও ঠিক করে দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। নির্দেশিকায় আরও জানানো হয়েছে আধার কার্ড, প্যান কার্ডের ছবি এবং ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন নম্বর সহ ৩০ শে নভেম্বরের মধ্যে সব চিকিৎসককে স্বাস্থ্য সাথী পোর্টালে নিজের নাম নথিভুক্ত করতে হবে।
advertisement
স্বাস্থ্য ভবন সূত্রের খবর অনুযায়ী, এর ফলে কোন চিকিৎসক কতজন রোগী দেখছেন বা অস্ত্রোপচার বেসরকারি হাসপাতালে তার পরিষ্কার হিসেব পাওয়া যাবে। পাশাপশি সরকারি হাসপাতালে পরিকাঠামো থাকা সত্বেও বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে চিকিৎসকরা রোগীর অস্ত্রোপচার বা রোগী ভর্তি করছেন কি না তারও ধারণা মিলবে।
advertisement
যদি কোনও হাসপাতাল বা চিকিৎসক এই অ্যাডভাইজারি না মানে তবে স্বাস্থ্য সাথী প্রকল্প থেকে থেকে বাদ পড়বে সংশ্লিষ্ট চিকিৎসক বা বেসরকারি হাসপাতালের নাম।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 30, 2023 11:21 PM IST