State Government: স্বাস্থ্যসাথী নিয়ে কড়া রাজ্য! জারি হচ্ছে নয়া নির্দেশিকা, দেখে নিন একনজরে

Last Updated:

State Government: স্বাস্থ্য সাথী প্রকল্পে রোগী দেখতে রাজ্যের সব চিকিৎসককে বাধ্যতামূলক ভাবে স্বাস্থ্য সাথী পোর্টালে নিজের নাম নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে  স্বাস্থ্য দফতরের তরফে

স্বাস্থ্যসাথী নিয়ে কড়া রাজ্য
স্বাস্থ্যসাথী নিয়ে কড়া রাজ্য
কলকাতা: স্বাস্থ্যসাথী নিয়ে আরও কড়া ভূমিকায় রাজ্য স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য সাথী প্রকল্পে রোগী দেখতে এবার একাধিক গাইডলাইন জারি করল রাজ্য স্বাস্থ্য দফতরের স্বাস্থ্যসাথী শাখা। সম্প্রতি এক নির্দেশিকায় জানানো হয়েছে, ভিন রাজ্যের রেজিস্ট্রেশন নম্বর নিয়ে এই রাজ্যের বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম অথবা ডায়গনস্টিক সেন্টারে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় রোগী দেখতে পারবেন না কোন চিকিৎসক।
রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী স্কিমের আওতায় রোগী দেখতে হলে, পশ্চিমবঙ্গ রাজ্য মেডিক্যাল কাউন্সিলে চিকিৎসকদের নিজের নাম নথিভুক্ত করতে হবে। এমনকি কোনও বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম অথবা ডায়গনস্টিক সেন্টার পশ্চিমবঙ্গ রাজ্য মেডিক্যাল কাউন্সিলে বৈধ রেজিস্ট্রেশন নম্বর ছাড়া, কোন চিকিৎসককে দিয়ে স্বাস্থ্য সাথী প্রকল্পে রোগীদের চিকিৎসা করাতে পারবে না। যদি তার অন্যথা হয় সেক্ষেত্রে কড়া ব্যাবস্থা নিতে পিছপা হবে না রাজ্য স্বাস্থ্য দফতর।
advertisement
স্বাস্থ্য সাথী প্রকল্পে রোগী দেখতে রাজ্যের সব চিকিৎসককে বাধ্যতামূলক ভাবে স্বাস্থ্য সাথী পোর্টালে নিজের নাম নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে  স্বাস্থ্য দফতরের তরফে। কোন চিকিৎসক কোন বেসরকারি হাসপাতাল বা নার্সিং হোমের  সঙ্গে যুক্ত তা জানতে হবে চিকিৎসকদের।
advertisement
এখানেই শেষ নয়, এই তথ্য পোর্টালে আপলোডের জন্য দিনও ঠিক করে দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। নির্দেশিকায় আরও জানানো হয়েছে আধার কার্ড, প্যান কার্ডের ছবি এবং ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন নম্বর সহ ৩০ শে নভেম্বরের মধ্যে সব চিকিৎসককে স্বাস্থ্য সাথী পোর্টালে নিজের নাম নথিভুক্ত করতে হবে।
advertisement
স্বাস্থ্য ভবন সূত্রের খবর অনুযায়ী, এর ফলে কোন চিকিৎসক কতজন রোগী দেখছেন বা অস্ত্রোপচার বেসরকারি হাসপাতালে তার পরিষ্কার হিসেব পাওয়া যাবে। পাশাপশি সরকারি হাসপাতালে পরিকাঠামো থাকা সত্বেও বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে চিকিৎসকরা রোগীর অস্ত্রোপচার বা রোগী ভর্তি করছেন কি না তারও ধারণা মিলবে।
advertisement
যদি কোনও হাসপাতাল বা চিকিৎসক এই অ্যাডভাইজারি না মানে তবে স্বাস্থ্য সাথী প্রকল্প থেকে থেকে বাদ পড়বে সংশ্লিষ্ট চিকিৎসক বা বেসরকারি হাসপাতালের নাম।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
State Government: স্বাস্থ্যসাথী নিয়ে কড়া রাজ্য! জারি হচ্ছে নয়া নির্দেশিকা, দেখে নিন একনজরে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement