Ministers' Salary Hike: অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ৫১ হাজার...! বিধানসভায় পাশ হয়ে গেল মন্ত্রীদের বেতন বৃদ্ধি বিল
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Ministers' Salary Hike: রাজ্যের মন্ত্রী-বিধায়কদের জন্য বড় ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঢালাও বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয় মন্ত্রিসভার বৈঠকে। বেতন বাড়ানো হয়েছে রাজ্যের বিধায়ক, প্রতিমন্ত্রী ও পূর্ণমন্ত্রীদের। প্রত্যেক ক্ষেত্রে ৪০ হাজার টাকা করে বেতন বাড়ানো হয়েছে।
কলকাতা: বিধানসভায় পাশ হয়ে গেল মন্ত্রীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিল। গতকালই বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিল পাশ হয়ে যায় বিধানসভায়। যদিও বর্ধিত বেতন নিয়ে আপত্তি ছিল বিরোধীদের। তবে বিরোধীদের আপত্তি থাকলেও উপায় নেই। বেতন সরাসরি অ্যাকাউন্টে চলে যাবে। এমনটাই সূত্রের খবর।
অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বর্ধিত বেতন তিনি সংগ্রামী যৌথ মঞ্চকে দেবেন তাঁদের সুপ্রিম কোর্টের আইনি লড়াইয়ের জন্য। বিজেপির বক্তব্য, বিলে বিরোধী দলনেতাকে ‘অপশনাল’ রাখা হয়নি।
advertisement
প্রসঙ্গত, রাজ্যের মন্ত্রী-বিধায়কদের জন্য বড় ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঢালাও বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয় মন্ত্রিসভার বৈঠকে। বেতন বাড়ানো হয়েছে রাজ্যের বিধায়ক, প্রতিমন্ত্রী ও পূর্ণমন্ত্রীদের। প্রত্যেক ক্ষেত্রে ৪০ হাজার টাকা করে বেতন বাড়ানো হয়েছে। বাংলার বিধায়কদের বেতন আগে ছিল ১০ হাজার টাকা। সেখান থেকে বেড়ে নতুন বেতন হয়েছে ৫০ হাজার টাকা।
advertisement
এছাড়া প্রতিমন্ত্রীদের বেতন ১০ হাজার ৯০০ টাকা থেকে বেড়ে হয়েছে ৫০ হাজার ৯০০ টাকা। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের বেতন ১১ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৫১ হাজার টাকা। আর মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের পরই বিরোধীদের সমালোচনার মুখে পড়ে শাসক দল। যদিও আগেই সেই সমালোচনার জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ”আমার কাছে দিনের পর দিন বিধায়কদের তরফে তাদের কম বেতনের কথা বলে আসছিল। আর যাদের পকেট ভর্তি, কোটি টাকার এমএলএ, তাদের না হয় প্রয়োজন নেই। আমার অনেক বিধায়ক আছে যারা চাষ করে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 30, 2023 3:52 PM IST