মিথ্যা বললে শরীরের কোন 'অঙ্গ' গরম হয়...? আপনি জানেন? 'এইভাবে' ধরে ফেলুন মিথ্যাবাদী!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Knowledge Story: সাধারণ জ্ঞানের পরিধিতে যেমন আছে দেশ বিদেশের নানা বিষয় তেমনই আছে ঘরের নিত্য নৈমিত্তিক জীবনের নানা খুঁটিনাটি তথ্য। বর্তমান দ্রুত জীবনে এমন ছড়িয়ে ছিটিয়ে থাকা অজানা তথ্যই কিন্তু ছোট বড় নানা সমস্যার ম্যাজিক সমাধান হিসেবেও দারুণ কাজ করে। চলুন এমনই কিছু বিজ্ঞানভিত্তিক তথ্য প্রশ্ন ও উত্তর হিসেবে জেনে নেওয়া যাক আজ এই প্রতিবেদনে।
advertisement
advertisement
advertisement
এই সাধারণ জ্ঞানের পরিধিতে যেমন আছে দেশ বিদেশের নানা বিষয় তেমনই আছে ঘরের নিত্য নৈমিত্তিক জীবনের নানা খুঁটিনাটি তথ্য। বর্তমান দ্রুত জীবনে এমন ছড়িয়ে ছিটিয়ে থাকা অজানা তথ্যই কিন্তু ছোট বড় নানা সমস্যার ম্যাজিক সমাধান হিসেবেও দারুণ কাজ করে। চলুন এমনই কিছু বিজ্ঞানভিত্তিক তথ্য প্রশ্ন ও উত্তর হিসেবে জেনে নেওয়া যাক আজ এই প্রতিবেদনে।
advertisement
advertisement
advertisement
কোন ফলে সর্বাধিক প্রোটিন পাওয়া যায়?পেয়ারাতে সর্বাধিক প্রোটিন পাওয়া যায়। বিশিষ্ট পুষ্টিবিদ ক্রিস্টিন মিক্সটাস (আরডি, এলডি) দ্বারা পর্যালোচিত প্রতিবেদনে বলা হয়েছে প্রতি কাপ পেয়ারায় ৪.২ গ্রাম প্রোটিন পাওয়া যায়। গ্রীষ্মমন্ডলীয় এই ফলটিতে ভিটামিন সি এবং ফাইবারও বেশি থাকে। এটিকে টুকরো টুকরো করুন বা আপেলের মতো সরাসরি কামড়ে খান, সবই দারুণ উপকার।
advertisement
মিথ্যা বললে শরীরের কোন অংশ গরম হয়?বিজ্ঞান বলছে, মিথ্যা বলার সময় নাকের চারপাশে এবং চোখের ভিতরের কোণে অরবিটাল পেশীতে তাপমাত্রায় একটি বড় মাত্রার বৃদ্ধি পরিলক্ষিত হয় পেয়েছেন। বৈজ্ঞানিকরা বিভিন্ন পর্যবেক্ষণের মাধ্যমে আরও দেখেছেন যে একটি কঠিন মানসিক কাজ সম্পাদনকারী ব্যক্তিদের মুখের তাপমাত্রা কমে যায় এবং উচ্চ উদ্বেগের সম্মুখীন হলে ব্যক্তির মুখমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পায়।
advertisement
advertisement