Nadia News: নবদ্বীপে রাসে প্রতিমা বিসর্জনে বিপত্তি, ঠাকুর চাপা পড়ে আহত কমপক্ষে চার জন

Last Updated:

নবদ্বীপে রাসের প্রতিমা বিসর্জনে বিপত্তি। ঠাকুর চাপা পড়ে আহত কমপক্ষে চার জন। বিসর্জন দেখতে আসা সাধারণ মানুষের মধ্যে তৈরি হয় আতঙ্ক

বিসর্জনের সময় প্রতিমা চাপা পড়ে বিপত্তি
বিসর্জনের সময় প্রতিমা চাপা পড়ে বিপত্তি
নদিয়া: নবদ্বীপে রাসের প্রতিমা বিসর্জনে বিপত্তি। ঠাকুর চাপা পড়ে আহত কমপক্ষে চার জন। স্থানীয় সূত্রে জানা যায়, বিসর্জনের সময় হঠাৎই প্রতিমার কাঠামো ভেঙে সামনের দিকে পড়ে। সামনের দিকে যারা ছিল অনেকেই চাপা পড়ে যায়। ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ ফাঁসিতলা বিসর্জন ঘাটে। ইতিমধ্যেই নামানো হয়েছে ডুবুরি। ঘটনাস্থলে রয়েছে নবদ্বীপ থানার পুলিশ বাহিনী। বিসর্জন দেখতে আসা সাধারণ মানুষের মধ্যে তৈরি হয় আতঙ্ক। এখনও পর্যন্ত আরও কেউ চাপা পড়ে আছে কিনা তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দফতর। ঘটনাস্থলে রয়েছে নবদ্বীপ পৌরসভার জন প্রতিনিধিরা।
উল্লেখ্য শাক্ত ও বৈষ্ণবের মিলনক্ষেত্র শ্রীচৈতন্য ধাম নবদ্বীপে প্রতি বছর রাস পূর্ণিমা উপলক্ষে হাজার হাজার দর্শনার্থীদের সমাগম ঘটে নবদ্বীপ ধামে। চিরাচরিত প্রথা অনুযায়ী রাসের পরের দিন আড়ং-এ প্রত্যেক পুজোমন্ডপ থেকে পুজো কর্মকর্তারা তাদের প্রতিমা লোহার চাকা বিশিষ্ট গাড়িতে করে নিয়ে শহর প্রদক্ষিণ করেন। নবদ্বীপ শহরের বুকে রাস্তার মধ্যে পরপর রাসেরভিন্ন ভিন্ন প্রতিমা দেখতে জমায়েত হন হাজার হাজার দর্শনার্থীরা। শহরের বুকে ছোট রাস্তার মধ্যে মাঝখানে লোহার গাড়িতে ঠাকুর ও দুই পাশে দর্শনার্থীদের ভিড়ের জন্য কিঞ্চিৎ সমস্যা হয় তবে সেই সমস্যা নিয়ে কার্যত মাথা ঘামাতে চান না রাস দেখতে আসা সকল দর্শনার্থীরা। এরপর পরের দিন স্থানীয় পুকুর এবং গঙ্গার ঘাটে প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: বেলজিয়াম কাঁচের ফানুসে মোমবাতি জ্বালিয়েই চলে আরাধনা! জানুন
বিসর্জনের দিনও নবদ্বীপ ফাঁসিতলা ঘাটে একাধিক পুলিশকর্মীরা মোতায়েন থাকেন। উপস্থিত থাকেন সমস্ত জরুরি বিভাগ দফতরের কর্মীরাও। তবে এতকিছু ব্যবস্থাপনার পরেও এ ধরনের আকস্মিক দুর্ঘটনায় হতবাক সকলেই! প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন লোহার গাড়ির তুলনায় প্রতিমার উচ্চতা যথেষ্টই বড় ছিল।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সঠিক পদ্ধতিতে সেই প্রতিমার কাঠামো গাড়ি থেকে কাটা হয়নি বলেই এই ধরনের বিপত্তি ঘটে থাকতে পারে বলেই অনুমান তাদের।
Mainak Debnath
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: নবদ্বীপে রাসে প্রতিমা বিসর্জনে বিপত্তি, ঠাকুর চাপা পড়ে আহত কমপক্ষে চার জন
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement