TET Scam: টালিগঞ্জের নামী পরিচালকের সিনেমার প্রযোজক, এবার আটক শান্তনু ঘনিষ্ঠ অয়ন শীল

Last Updated:

অয়ন শীল নামে এই প্রোমোটার সল্টলেকের একটি বাড়িতে প্রায় সাড়ে তিন বছর ধরে ভাড়া থাকতেন৷

শান্তনু ঘনিষ্ঠ অয়ন শীল (বাঁদিকে) আটক করে নিয়ে যাচ্ছে ইডি৷
শান্তনু ঘনিষ্ঠ অয়ন শীল (বাঁদিকে) আটক করে নিয়ে যাচ্ছে ইডি৷
কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রোমোটার এবং টলিউডের প্রযোজক অয়ন শীলকে দিনভর জেরার পর আটক করল ইডি। এ দিন চুঁচুড়ায় শান্তনু ঘনিষ্ঠ এই প্রোমোটারকে দিনভর জিজ্ঞাসাবাদ করেন ইডি কর্তারা৷ তার পরেই রাতে তাঁকে আটক করে নিয়ে যাওয়া হয়৷
ইডি সূত্রে খবর, শান্তনুর যে আবাসন, অতিথিশালা, রিসর্টের খোঁজ মিলেছে, তার অধিকাংশের নির্মাণের দায়িত্ব ছিল এই অয়ন শীলের উপর৷ নিয়োগ দুর্নীতি থেকে পাওয়া টাকাই অয়নের মাধ্যমে শান্তনু প্রোমোটিং এবং টলিউডে ঢেলেছিলেন কি না, তা জানতে চান ইডি কর্তারা৷
advertisement
advertisement
অয়ন শীল নামে এই প্রোমোটার সল্টলেকের একটি বাড়িতে প্রায় সাড়ে তিন বছর ধরে ভাড়া থাকতেন৷ সেখানে তাঁর একটি প্রোডাকশন হাউজের অফিসও ছিল৷ এই অয়ন শীলই টলিউডের একটি বিখ্যাত পরিচালকের একটি সিনেমাও প্রযোজনা করেন বলে সূত্রের খবর৷ তৈরি হলেও সেই ছবিটি অবশ্য শেষ পর্যন্ত রিলিজ করেনি৷
advertisement
এ দিন সকালে অয়ন শীলকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলেছিল ইডি৷ কিন্তু সেখানে না গিয়ে তিনি চুঁচু়ড়ায় চলে যান৷ সেখানেই অয়ন শীলকে জিজ্ঞাসাবাদ শুরু করেন ইডি আধিকারিকরা৷
প্রোমোটিং ব্যবসা ছাড়াও অয়ন শীলের একটি পেট্রোল পাম্পও রয়েছে বলে জানা গিয়েছে৷ ২০১৭ সালে চুঁচুড়ায় চল্লিশটি ফ্ল্যাট নিয়ে একটি আবাসন তৈরি করেন অয়ন শীল৷ সেই আবাসনে একটি ফ্ল্যাট কিনেছিলেন শান্তনুও৷ এ দিন বলাগড়ে শান্তনুর রিসর্ট, অতিথিশালাতেও হানা দেয় ইডি-র দল৷ সেখানেও শান্তনু ঘনিষ্ঠ কয়েকজনকে দীর্ঘক্ষণ জেরা করা হয়৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TET Scam: টালিগঞ্জের নামী পরিচালকের সিনেমার প্রযোজক, এবার আটক শান্তনু ঘনিষ্ঠ অয়ন শীল
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement