ED Raid|| দুর্নীতির তদন্তে মহা বিপাকে শান্তনু! তালা ভেঙে বাড়ি-রিসর্টে চলছে ইডির চিরুনি তল্লাশি, কী উদ্ধার হল?
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
ED officials searching operation at Shantanus house resort: শনিবার সকাল থেকে হুগলির বিভিন্ন জায়গায় তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।
হুগলি: শনিবার সকাল থেকে হুগলির বিভিন্ন জায়গায় তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। নিয়োগ দুর্নীতির আরও তথ্য প্রমাণ জোগাড় করতে শান্তনুর বলাগড় এবং ব্যান্ডেলের বাড়িতেই ইতিমধ্যেই তালা ভেঙে তদন্ত শুরু করেছে ইডি।
শান্তনুর বিলাসবহুল বাড়ি ও রিসর্টের তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন ইডির আধিকারিকরা। শুরু হয়েছে তল্লাশি প্রক্রিয়া। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত তৃণমূলের বহিষ্কৃত যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বলাগড় এবং ব্যান্ডেল চার্চের কাছেও কিছু জায়গায় হানা চালিয়েছে ইডি। এই জায়গাগুলির সঙ্গেও হুগলির বলাগড়ের বাসিন্দা শান্তনুর যোগ রয়েছে বলে ইডি সূত্রে খবর।
advertisement
advertisement
আগে স্কুলের নিয়োগ দুর্নীতি কাণ্ড প্রকাশ্যে আসতেই রাজ্যের বিভিন্ন জায়গায় একাধিক বার হানা চালিয়েছে ইডি। গ্রেফতারও করা হয়েছে একাধিক অভিযুক্তকে। তবে সম্প্রতি ইডির নজরে হুগলি তৃণমূলের বহিষ্কৃত যুব নেতা শান্তনু এবং কুন্তল ঘোষ। দু’জনেই ইডির হাতে ধৃত। দু’জনের বিরুদ্ধেই নিয়োগের নাম করে বাজার থেকে টাকা তোলার অভিযোগও রয়েছে। ইতিমধ্যেই তাঁদের সঙ্গে কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগও উঠে এসেছে। দুই যুবনেতারই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ়’ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
advertisement
শুক্রবার শান্তনুর পাশাপাশি তাঁর স্ত্রী এবং তাঁদের সংস্থার সঙ্গে সম্পর্কিত অন্তত ২০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টও ‘ফ্রিজ়’ করা হয়েছে। ইডি সূত্রের খবর, নজরে থাকা অ্যাকাউন্টগুলিতে সব মিলিয়ে ১ কোটি টাকারও বেশি গচ্ছিত রয়েছে। সেই টাকা কোথা থেকে এল, কোথায় গেল, কবে গেল, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।
রাহী হালদার
Location :
Kolkata,West Bengal
First Published :
March 18, 2023 12:23 PM IST