হোম /খবর /হুগলি /
শান্তুনু-আকাশ যোগে বিস্ফোরক তথ্য পাবে ইডি? বলাগড়ের আকাশকে ঘিরে রহস্য তুঙ্গে

Hooghly News: জিজ্ঞাসাবাদের জন্য বলাগড় থেকে শান্তনুর ছায়াসঙ্গীকে আটক করল ইডির অধিকারীকরা

আকাশকে আটক করা হল

আকাশকে আটক করা হল

নিয়োগ দুর্নীতির আরো তথ্য প্রমাণ জোগাড় করতে শান্তনুর বলাগর ও ব্যান্ডেলের বাড়িতে তালা ভেঙে তদন্ত শুরু করেছেন ইডি।

  • Share this:

হুগলি: শনিবার সকাল থেকে হুগলির বিভিন্ন জায়গায় তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইনফোর্সমেন্ট ডিরেক্টটরেটের কয়েকটি দল। নিয়োগ দুর্নীতির আরও তথ্য প্রমাণ জোগাড় করতে শান্তনুর বলাগড় ও ব্যান্ডেলের বাড়িতেই তালা ভেঙে তদন্ত শুরু করেছেন ইডি। এরই মধ্যে শান্তনু এক ছায়াসঙ্গীকে ও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে সুপ্রতিম ঘোষ ওরফে আকাশ তার বাড়িতে ইডির দুজন আধিকারিক এসে জানতে চান আকাশ কোথায়? তার বাবা জানায় যে আকাশ নেই সে বেরিয়েছে৷ তাঁকে ফোন করে ডাকতে বলেন ইডি আধিকারিকরা। সূত্র মারফত জানা যাচ্ছে, বলাগড়ের জিরাট কলেজের ক্যাজুয়াল স্টাফ হিসেবে কাজ করতেন আকাশ। শান্তনু ঘনিষ্ঠ বলে পরিচিত এই সুপ্রতিম ওরফে আকাশ। আকাশ বাড়ির কাছে আসতেই তাঁকে ইডি আধিকারিকরা গাড়িতে তুলে নিয়ে সোজা শান্তনুর রিসর্টে চলে আসেন।

আরও পড়ুন- বিমান চালানোর সময় পানীয়-গুজিয়া খেয়ে বিপাকে দুই পাইলট ! আপাতত সাসপেন্ড

আরও পড়ুন- শনিবার নিজ রাশিতেই প্রবেশ করতে চলেছেন শনিদেব! এই ৪ রাশির ভাগ্য হবে আলোর মতো উজ্জ্বল

এই বিষয়ে আকাশের বাবা দিলীপ ঘোষ জানান, আকাশের সঙ্গে ব্যবসার কোনও যোগাযোগ নেই শান্তনুর। ইডি আধিকারিকরা কেন তাঁর বাড়িতে এসেছেন জানি না তিনি। আধিকারিকরা এসে ছেলে নাম ও ঠিকানা জানতে চেয়েছিল। শান্তনুর সঙ্গে আকাশের দাদা-ভাইয়ের সম্পর্ক। সে পাড়াতে তৃণমূল করত। আমার ছেলে স্নাতক পাশ, জিরাট কলেজে ক্লার্কের চাকরি করে। কীভাবে চাকরি পেল তিনি এই বিষয়ে কিছুই জানেন না। তবে চাকরি পাওয়াতে শান্তনু কোনও সাহায্য করেনি এমনটাই জানিয়েছেন তিনি।

এই বিষয়ে সুপ্রতিম বলেন, তিনি শান্তনুর নিয়োগ দূর্নীতির সম্পর্কে কিছুই জানতেন না। কলেজের চাকরি সে নিজের যোগ্যতায় পেয়েছে।

রাহী হালদার

Published by:Uddalak B
First published: