Shani Gochar 2023: শনিবার নিজ রাশিতেই প্রবেশ করতে চলেছেন শনিদেব! এই ৪ রাশির ভাগ্য হবে আলোর মতো উজ্জ্বল
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Shani Gochar: ১৮ মার্চ, ২০২৩ তারিখে নিজের রাশিতে গমন করতে চলেছেন শনিদেব। যার প্রভাব পড়বে রাশিচক্রের সমস্ত রাশির উপরেই। তবে চারটি রাশির জাতক-জাতিকার উপর নেমে আসবে আশীর্বাদ। তাহলে দেখে নেওয়া যাক, কোন কোন রাশি এর সুফল পাবে।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, রাশিচক্রে নিয়মিত পরিবর্তনের মাধ্যমে গ্রহগুলি শক্তিশালী অথবা দুর্বল হয়ে যায়। এর ফলে কিছু রাশিচক্রের উপর ইতিবাচক প্রভাব পড়ে, তো আবার কয়েকটি রাশির উপর পড়ে নেতিবাচক প্রভাব। আর এই নিয়মেই আগামী ১৮ মার্চ, ২০২৩ তারিখে নিজের রাশিতে গমন করতে চলেছেন শনিদেব। যার প্রভাব পড়বে রাশিচক্রের সমস্ত রাশির উপরেই। তবে চারটি রাশির জাতক-জাতিকার উপর নেমে আসবে আশীর্বাদ। তাহলে দেখে নেওয়া যাক, কোন কোন রাশি এর সুফল পাবে।
advertisement
মকর রাশি: আসলে শনির প্রভাব বাড়লে তা এই রাশির জাতক-জাতিকাদের জীবনে শুভ ফল বয়ে আনে। আর্থিক স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে। সেই সঙ্গে মানসিক চাপ কেটে গিয়ে আত্মবিশ্বাও অনেকটাই বেড়ে যাবে। এমনকী এই সময় কঠোর পরিশ্রমের ফলও পাবেন মকর রাশির জাতক-জাতিকারা। আগামী তিন মাস এই রাশির জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। এছাড়া চাকরিজীবীদের পদোন্নতি এবং বেতনবৃদ্ধির যোগ প্রবল।
advertisement
advertisement
বৃষ রাশি: এই রাশির জাতক-জাতিকাদের জন্য শনি গোচর সুখ-সমৃদ্ধি বয়ে আনবে। বৃষ রাশিতে শনিদেব শশ এবং কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি করছে, ফলে এই রাশির জাতক-জাতিকারা পিতার স্নেহ পাবেন। আয়ের উৎস বাড়বে। সেই সঙ্গে সম্মানও বৃদ্ধি পাবে। বিদেশ ভ্রমণের যোগ রয়েছে। চাকরিজীবীদের পদোন্নতি হতে পারে। ব্যবসায়ীরা লাভের মুখ দেখতে পারেন। সরকারি সাহায্য মেলার সম্ভাবনা রয়েছে।
advertisement
তুলা রাশি: শনির গোচর এই রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত উপযোগী প্রমাণিত হবে। তুলা রাশিতে শনিদেব কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি করেছে। ফলে যাঁরা গবেষণা, আধ্যাত্মিকতা, কেরিয়ার, দর্শন, বিজ্ঞান এবং চিকিৎসার মতো বিষয়ের সঙ্গে যুক্ত, তাঁদের ভাগ্য সহায় থাকবে। আবার লটারি, স্টক মার্কেট এবং বেটিংয়ে বিনিয়োগ করতে চাইলে এটা তার অনুকূল সময়। প্রেমঘটিত বিষয়েও সাফল্য লাভ করতে পারবেন তুলা রাশির জাতক-জাতিকারা। এমনকী যাঁরা সন্তান চান, তাঁদের সেই সুখপ্রাপ্তি ঘটবে। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)