Spicejet: বিমান চালানোর সময় পানীয়-গুজিয়া খেয়ে বিপাকে দুই পাইলট ! আপাতত সাসপেন্ড
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Spicejet grounds 2 pilots for having gujiya: বিষয়টিকে একেবারেই হালকা ভাবে নেয়নি বিমানসংস্থা স্পাইসজেট ৷ দিল্লি-গুয়াহাটি ফ্লাইটে হোলির দিন ঘটনাটি ঘটে ৷
নয়াদিল্লি: হোলির দিন ফ্লাইটে ‘গুজিয়া’ খেয়ে বিপাকে দুই পাইলট ৷ তাঁদের দু’জনকেই আপাতত ‘গ্রাউন্ডেড’ করেছে স্পাইসজেট ৷ বিমানসংস্থা সূত্রে খবর, ওই দুই পাইলট গত ৮ মার্চ ককপিটে বসে গুজিয়া এবং চা-কফি খেয়েছিলেন ৷ এবং সেগুলি ককপিটে এমনভাবে রাখা হয়েছিল, যেখানে খাবার বা পানীয় রাখার কথা একেবারেই নয় পাইলট বা অন্য বিমানকর্মীদের ৷ বিষয়টিকে একেবারেই হালকা ভাবে নেয়নি বিমানসংস্থা স্পাইসজেট ৷ দিল্লি-গুয়াহাটি ফ্লাইটে হোলির দিন ঘটনাটি ঘটে ৷
Appalling & extremely unprofessional behaviour by @flyspicejet pilots.
If the liquid (resting on the fuel cutoff levers) spills, it can short circuit the electronics affecting a range of systems and compromise the aircraft’s ability to fly safely.@DGCAIndia @JM_Scindia pic.twitter.com/2n7O5daIg1 — Bandit (@BanditOnYour6) March 14, 2023
advertisement
advertisement
এখনও পর্যন্ত যা খবর, তাতে ওই দুই অভিযুক্ত পাইলটকেই আপাতত ডেইলি ফ্লাইট রোস্টার থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷ এবং গোটা বিষয়টির একটি বিভাগীয় তদন্ত হওয়ার পরেই পাইলটদের শাস্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিমানসংস্থা ৷
পাইলটদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা পানীয় এবং গুজিয়া খেয়ে ফুয়েল কাটঅফ লিভারের উপরে সেগুলি রেখেছিলেন ৷ যেখানে কোনও তরল জিনিস রাখা খুবই বিপজ্জনক ৷ এই ধরনের অপেশাদার আচরণ একেবারেই কোনও পাইলটের থেকে কাম্য নয় ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
March 16, 2023 2:42 PM IST