Spicejet: বিমান চালানোর সময় পানীয়-গুজিয়া খেয়ে বিপাকে দুই পাইলট ! আপাতত সাসপেন্ড

Last Updated:

Spicejet grounds 2 pilots for having gujiya: বিষয়টিকে একেবারেই হালকা ভাবে নেয়নি বিমানসংস্থা স্পাইসজেট ৷ দিল্লি-গুয়াহাটি ফ্লাইটে হোলির দিন ঘটনাটি ঘটে ৷

বিমান চালানোর সময় পানীয়-গুজিয়া খেয়ে বিপাকে দুই পাইলট ! আপাতত সাসপেন্ড (Photo: Twitter)
বিমান চালানোর সময় পানীয়-গুজিয়া খেয়ে বিপাকে দুই পাইলট ! আপাতত সাসপেন্ড (Photo: Twitter)
নয়াদিল্লি: হোলির দিন ফ্লাইটে ‘গুজিয়া’ খেয়ে বিপাকে দুই পাইলট ৷ তাঁদের দু’জনকেই আপাতত ‘গ্রাউন্ডেড’ করেছে স্পাইসজেট ৷ বিমানসংস্থা সূত্রে খবর, ওই দুই পাইলট গত ৮ মার্চ ককপিটে বসে গুজিয়া এবং চা-কফি খেয়েছিলেন ৷ এবং সেগুলি ককপিটে এমনভাবে রাখা হয়েছিল, যেখানে খাবার বা পানীয় রাখার কথা একেবারেই নয় পাইলট বা অন্য বিমানকর্মীদের ৷ বিষয়টিকে একেবারেই হালকা ভাবে নেয়নি বিমানসংস্থা স্পাইসজেট ৷ দিল্লি-গুয়াহাটি ফ্লাইটে হোলির দিন ঘটনাটি ঘটে ৷
advertisement
advertisement
এখনও পর্যন্ত যা খবর, তাতে ওই দুই অভিযুক্ত পাইলটকেই আপাতত ডেইলি ফ্লাইট রোস্টার থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷ এবং গোটা বিষয়টির একটি বিভাগীয় তদন্ত হওয়ার পরেই পাইলটদের শাস্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিমানসংস্থা ৷
পাইলটদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা পানীয় এবং গুজিয়া খেয়ে ফুয়েল কাটঅফ লিভারের উপরে সেগুলি রেখেছিলেন ৷ যেখানে কোনও তরল জিনিস রাখা খুবই বিপজ্জনক ৷ এই ধরনের অপেশাদার আচরণ একেবারেই কোনও পাইলটের থেকে কাম্য নয় ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Spicejet: বিমান চালানোর সময় পানীয়-গুজিয়া খেয়ে বিপাকে দুই পাইলট ! আপাতত সাসপেন্ড
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement