Sandeshkhali: সন্দেশখালির নির্যাতিতার নিরাপত্তায় তার বাড়ির সামনে পুলিশ মোতায়েন, তাতেও কি নিরাপদ মনে করছেন?

Last Updated:

নিউজ18 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে নির্যাতিতার দাবি, পুলিশ মোতায়েন হলেও স্বস্তি পাচ্ছেন না তিনি। তার ও পরিবারের সদস্যদের দাবি, শিবু হাজরা- উত্তম সর্দার গ্রেফতার হলেও তাদের মাথা এখনও বাইরে রয়েছেন। তাই শেখ শাহাজাহানের গ্রেফতার চাইছেন নির্যাতিতা।

সন্দেশখালির নির্যাতিতার নিরাপত্তায় তার বাড়ির সামনে পুলিশ মোতায়েন, তাতেও কি নিরাপদ মনে করছেন?
সন্দেশখালির নির্যাতিতার নিরাপত্তায় তার বাড়ির সামনে পুলিশ মোতায়েন, তাতেও কি নিরাপদ মনে করছেন?
অমিত সরকার, কলকাতা: সন্দেশখালির নির্যাতিতার নিরাপত্তায় তার বাড়ির সামনে করা হল পুলিশ মোতায়েন। রবিবার রাত থেকে এই পুলিশ মোতায়েন করা হয়েছে। তাতেও কি নিরাপদ মনে করছেন নির্যাতিতা? নিউজ18 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে নির্যাতিতার দাবি, পুলিশ মোতায়েন হলেও স্বস্তি পাচ্ছেন না তিনি। তার ও পরিবারের সদস্যদের দাবি, শিবু হাজরা- উত্তম সর্দার গ্রেফতার হলেও তাদের মাথা এখনও বাইরে রয়েছেন। তাই শেখ শাহাজাহানের গ্রেফতার চাইছেন নির্যাতিতা। শুধু তাই নয়, তাদের কঠোর শাস্তির দাবি করছেন তিনি। তারা হাজতবাসে থাকলে স্বস্তি পাবেন বলে দাবি করেন নির্যাতিতা।
প্রসঙ্গত তারই গোপন জবানবন্দির পরেই শিবু হাজরাকে শনিবার গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে শিবু এখন পুলিশ হেফাজতে রয়েছেন। কিন্তু শিবু গ্রেফতার হতেই শনিবার রাতে নির্যাতিতার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে, তাকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন নির্যাতিতা।
advertisement
advertisement
নিউজ18 বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, হামলাকারীদের মধ্যে কেউ বা কারা পুলিশের পোশাক পরেছিলেন। তাই পুলিশের উপর ভরসা করতে পারছেন না তিনি। এই অভিযোগ শুনে বসিরহাট জেলার পুলিশ সুপার বলেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ওই মহিলার নিরাপত্তার ব্যবস্থা করা হবে। এরপরই রবিবার রাত থেকে নির্যাতিতার বাড়ির সামনে চারজন পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। যারা নিরাপত্তা দিচ্ছেন ওই পরিবারকে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sandeshkhali: সন্দেশখালির নির্যাতিতার নিরাপত্তায় তার বাড়ির সামনে পুলিশ মোতায়েন, তাতেও কি নিরাপদ মনে করছেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement