বাংলাদেশ থেকে ভারতে ঢুকল ট্রাক, শাটার খুলতেই হতবাক বিএসএফ জওয়ানরা, ধৃত ৩

Last Updated:

India-Bangladesh Border: সম্প্রতি টহলের সময় একটি ট্রাক এবং গাড়ি থামিয়েছিল তারা। তল্লাশির জন্য শাটার খুলতেই চক্ষু চড়কগাছ।

বাংলাদেশ থেকে ভারতে ঢুকল ট্রাক, শাটার খুলতেই হতবাক বিএসএফ জওয়ানরা, ধৃত ৩ (File Photo)
বাংলাদেশ থেকে ভারতে ঢুকল ট্রাক, শাটার খুলতেই হতবাক বিএসএফ জওয়ানরা, ধৃত ৩ (File Photo)
বারাসাত, উত্তর ২৪ পরগনা: শত চেষ্টার পরেও ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ আটকানো যাচ্ছে না। সীমান্ত এলাকার সর্বত্র কাঁটাতার নেই। কিছু জায়গা জঙ্গল এবং পাহাড়ে ঘেরা। ঘন জঙ্গলের কারণে নিরাপত্তা বাহিনী একটানা টহল দিতে পারে না। তাছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য পথও খোলা রয়েছে।
সড়কপথে ভারত ও বাংলাদেশের মধ্যে ট্রাক এবং সাধারণ যানবাহন যাতায়াত করে। কড়া নজর রাখে নিরাপত্তা বাহিনী। ভারতীয় সীমান্তে নিষিদ্ধ বা বেআইনি পণ্য প্রবেশ রুখতে নিয়মিত তল্লাশি চালায় বিএসএফ। সম্প্রতি টহলের সময় একটি ট্রাক এবং গাড়ি থামিয়েছিল তারা। তল্লাশির জন্য শাটার খুলতেই চক্ষু চড়কগাছ।
advertisement
advertisement
উত্তর ২৪ পরগণার পেট্রাপোল সীমান্ত থেকে ২.২৫ কোটি টাকার সোনা পাচারের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে বিএসএফ। সীমান্তরক্ষী বাহিনীর এক কর্তা এ কথা জানিয়েছেন। বর্ডার সিকিউরিটি ফোর্সের ওই আধিকারিক জানিয়েছেন, ভারত-বাংলাদেশের পেট্রাপোল সীমান্তে তল্লাশির সময় একটি ট্রাক থেকে ১.৫৮ কোটি টাকা মূল্যের ২.৫ কেজি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে বিএসএফ।
advertisement
ট্রাক থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধারের পর বিএসএফ নজরদারি বাড়ায়। কিছুক্ষণ পর আরও একটি গাড়ি ধরা পড়ে। বিএসএফ আধিকারিক জানিয়েছেন, তল্লাশির সময় ওই গাড়ি থেকে ১ কেজির বেশি সোনা উদ্ধার হয়েছে। এই ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে বিএসএফ। দুটি গাড়ি মিলিয়ে প্রায় ২.৫ কোটি টাকার সোনা উদ্ধার হয়। বাজেয়াপ্ত সোনা এবং ধৃতদের কাস্টমসের হাতে তুলে দিয়েছে বিএসএফ।
advertisement
১০২ কেজি গাঁজা বাজেয়াপ্ত: সীমান্তে সোনার পাশাপাশি হাওড়া থেকে ১০২ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক এই খবর জানিয়েছেন। জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে পুলিশ শনিবার হাওড়ার সাঁকরাইলের ইন্ডাস্ট্রিয়াল পার্কে হানা দেয়। ওড়িশা থেকে আসা পেঁয়াজ বোঝাই একটি ট্রাকে তল্লাশি চালানোর সময় ৫০ লক্ষ টাকার নিষিদ্ধ ওষুধ বাজেয়াপ্ত করে পুলিশ। গাড়িতে থাকা পাঁচজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাংলাদেশ থেকে ভারতে ঢুকল ট্রাক, শাটার খুলতেই হতবাক বিএসএফ জওয়ানরা, ধৃত ৩
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement