মাল নদীর ঘটনার সতর্ক প্রশাসন, মহানন্দা স্যাংচুয়ারির মধ্যে থাকা ১৭ কিমি অংশে ড্রেজিং

Last Updated:

দশমীর দিন দুর্গা প্রতিমা বিসর্জনের সময় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে মালবাজারে!

#কলকাতা: মহানন্দা স্যাংচুয়ারির মধ্যে থাকা ১৭ কিমি অংশে ড্রেজিং করা হবে। ড্রেজিং করবে বন দফতর। জেলাশাসকের তত্ত্বাবধানে এই কাজ করবে মিনারেল করপোরেশন। নদীর দু'প্রান্তে জল থাকলেও, মাঝে নেই জল, এর ফলে বন্যপ্রাণী চলাচলের অসুবিধাও হচ্ছে। এ দিন এলাকা দেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, দার্জিলিংয়ের জেলাশাসক, সেচ ও বন দফতরের আধিকারিকরা। মালবাজারের ঘটনার পরে বিভিন্ন নদীর অবস্থা দেখা হচ্ছে।।
আরও পড়ুন: হারিয়ে গেল প্রাচীন বটগাছ, ভাঙনের মুখে প্রাচীন কালী মন্দির! ভয়াবহ অবস্থা মালদহে
দশমীর দিন দুর্গা প্রতিমা বিসর্জনের সময় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে মালবাজারে! জলপাইগুড়ি জেলার মালবাজারের মাল নদীতে হঠাৎ হড়পা বানের ভেসে যান অসংখ্য মানুষ৷ নদীতে ভেসে যান ৫০-এর বেশি। তাই নিয়ে তোলপাড় শুরু হয়৷ রাজ্য রাজনীতি তো বটেই, জাতীয় স্তরেও ঢেউ ওঠে৷ কেন পর্যাপ্ত ব্যবস্থা ছিল না, তারও প্রশ্ন করেন অনেকে৷ শেষ পর্যন্ত ৮ জনের মৃত্যু হয় সেই ঘটনায়। হাসপাতালে চিকিৎসা চলে অনেকের৷ উদ্ধারকাজ করতে গিয়ে অনেকে আহত হন৷ সব মিলিয়ে পরিস্থিতি হয়ে ওঠে ভয়াবহ৷
advertisement
advertisement
প্রশাসন সূত্রে খবর, মালবাজার শহর এবং চা বাগান সংলগ্ন এলাকা থেকে বহু মানুষ মাল নদীতে ভিড় করেন। সেদিন একাধিক প্রতিমা নিরঞ্জন হচ্ছিল সেখানে। প্রশাসনের তরফে ক্রমাগত মানুষকে সতর্ক করার চেষ্টা করা হয়। বাড়ি ফেরার অনুরোধ জানানো হয় মাইকে। দীর্ঘক্ষণ চলে উদ্ধারকাজ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মাল নদীর ঘটনার সতর্ক প্রশাসন, মহানন্দা স্যাংচুয়ারির মধ্যে থাকা ১৭ কিমি অংশে ড্রেজিং
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement