Malda News: হারিয়ে গেল প্রাচীন বটগাছ, ভাঙনের মুখে প্রাচীন কালী মন্দির! ভয়াবহ অবস্থা মালদহে
- Published by:Suman Biswas
Last Updated:
Malda News: ভাঙনের জেরে এলাকায় তীব্র আতঙ্ক। নদীর খুব কাছেই রয়েছে শতাধিক বাড়ি।
সেবক দেবশর্মা, মালদহঃ মালদহের বৈষ্ণবনগরে ফের ভয়াবহ গঙ্গা ভাঙন । নদীগর্ভে প্রাচীন বটগাছ । কয়েক বিঘে এলাকা জুড়ে তীব্র ভাঙন । ভাঙনের মুখে প্রাচীন কালী মন্দির । লোকালয়ের গা ঘেঁসে বইছে গঙ্গা । পারদেওনাপুর - শোভাপুর পঞ্চায়েতের গোলাপ মণ্ডলপাড়া এলাকায় তীব্র ভাঙন ।
ভাঙনের জেরে এলাকায় তীব্র আতঙ্ক । নদীর খুব কাছেই রয়েছে শতাধিক বাড়ি । ভাঙন আতঙ্কে শতাধিক পরিবার । কয়েক বছর আগেও এলাকা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ছিল গঙ্গার অবস্থান । এরপর ক্রমেই গঙ্গা ভিটেমাটি গিলে খাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা । অবিলম্বে এলাকায় ভাঙন রোধের কাজ শুরুর দাবি । নদী ভাঙন থেকে কালী মন্দির বাঁচানোর জন্যও আর্জি গ্রামবাসীর ।
advertisement
advertisement
এদিকে শুধু ফসলি জমি বা কালী মন্দির নয় , ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার বেশ কয়েকটি বাড়ি । ইতিমধ্যেই ৫ - ৬ টি কাঁচা - পাকা বাড়ি গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে । নদী যেভাবে লোকালয়ের দিকে এগিয়ে আসছে তাতে চলতি মরশুমে ভাঙনের মুখে হারিয়ে যেতে পারে গোটা পাড়া । এমনটাই আতঙ্ক ও আশঙ্কা স্থানীয়দের ।গোলাপ মন্ডল পাড়ার বাসিন্দা অর্জুন মন্ডল বলেন, গত দুদিন ধরে এলাকায় তীব্র ভাঙন চলছে । কিন্তু, এখনো ভাঙন রোধের কোনও কাজই শুরু করা হয়নি । হেলদোল নেই সেচ দফতর বা প্রশাসনের ।
advertisement
অবিলম্বে ভাঙন রোধের কাজ শুরু না হলে আমাদের ভীষণ সমস্যায় পড়তে হবে। ভিটেমাটি সবই যাবে নদীতে। সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করা ছাড়া আর কোনও উপায় থাকবে না।
বৈষ্ণবনগরের তৃণমূল বিধায়ক তথা মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি চন্দনা সরকার বলেন, বৈষ্ণবনগরের একাধিক জায়গাতে ভাঙন সমস্যা চলছে। রাজ্য সরকার ও সেচ দফতর যত সম্ভব ভাঙন রোধের কাজ করছেন। কিন্তু, অনেক ক্ষেত্রে ফান্ডের সমস্যা রয়েছে। কারণ, কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় সাহায্য করছে না। গোলাপ মন্ডল পাড়াতেও কিভাবে ভাঙন ঠেকানো যায় নিশ্চয়ই তা সেচ দফতর ও প্রশাসন দেখবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 10, 2022 2:18 PM IST