Upper Primary Teacher Recruitment: পুজোর ছুটির জের, কালীপুজোর পর ফের পুরোদমে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া!
- Published by:Suman Biswas
Last Updated:
Upper Primary Teacher Recruitment: অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকেই উচ্চ প্রাথমিকের বাকি চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার জন্য পঞ্চমীর দিনেই বিজ্ঞপ্তি জারি করে এসএসসি।
#কলকাতা: পুজোর ছুটির জেরে অমিল শিক্ষক- অধ্যাপক। তার জেরে ফের পিছিয়ে দিতে চলেছে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া। কালীপুজো ও দুর্গা পুজোর মাঝেই উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার জন্য ১৫০০ রও বেশি চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করার টার্গেট নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে পারলেও কালীপুজোর আগে তা শেষ করতে পারছে না কমিশন। তার জন্য কালী পূজার ছুটির শেষ হওয়ার পর পুরোদমে ইন্টারভিউ শুরু করে ছয় থেকে সাত দিনের মধ্যেই সেই প্রক্রিয়া শেষ করবে কমিশন। ইতিমধ্যেই অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকেই উচ্চ প্রাথমিকের বাকি চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার জন্য পঞ্চমীর দিনেই বিজ্ঞপ্তি জারি করে এসএসসি।
কিন্তু সেই ইন্টারভিউ প্রক্রিয়া আপাতত শুরু করে দিলেও শেষ করতে পারছে না কমিশন। কমিশন সূত্রে খবর, গুরুত্বপূর্ণ বিষয়গুলি ইন্টারভিউ নেওয়ার জন্য শিক্ষক অধ্যাপক পর্যাপ্ত পাওয়া যাচ্ছে না। পুজোর ছুটি থাকায় অনেকেই বাইরে রয়েছেন। তাই তা পিছিয়ে কালীপুজোর ছুটির পরেই পুরোদমে শুরু করা যাবে। দুর্গাপূজার ছুটি শেষে স্কুল সার্ভিস কমিশনের সদর দপ্তর খুললেই চাকরি ব্যক্তিদের ইন্টারভিউ এর তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে বলেই জানা গেছে এসএসসি সূত্রে। কমিশন এর আধিকারিকরা আশা করছেন সে ক্ষেত্রে নভেম্বর মাসের মধ্যেই চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত করতে পারবে কমিশন। ১৪ হাজারেরও বেশি শূন্য পদ রয়েছে এই উচ্চ প্রাথমিক নিয়োগের জন্য।
advertisement
advertisement
দীর্ঘ ৮ বছর ধরে এই নিয়োগ প্রক্রিয়া চলছে। উচ্চ মাধ্যমিকে নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে প্রথম দফায় মেধা তালিকায় অস্বচ্ছতা ও গরমিল থাকায় কলকাতা হাইকোর্টের মেধা তালিকা বাতিল করে দেয়। পরে হাইকোর্টের নির্দেশে নতুন করে ফের উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শুরু করে স্কুল সার্ভিস কমিশন। চাকরিপ্রার্থীদের ভেরিফিকেশন ও তারপর ইন্টারভিউ প্রক্রিয়াও শুরু করে কমিশন। বাতিল করা চাকরিপ্রার্থীদের জন্য গ্রিভেন্স সেলও তৈরি করে এসএসসি হাইকোর্টের নির্দেশে। সেই গিবেন সালে অভিযোগ আসার নিরিখে এসএসসি খতিয়ে দেখার পর ১৩০০ বেশি চাকরিপ্রার্থীদের পাওয়া যায়, যারা ইন্টারভিউ দেওয়ার যোগ্য বলে বিবেচিত হয়। সবমিলিয়ে ১৫৮৫ জন চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়া এখনও বাকি রয়েছে কমিশনের।
advertisement
পুজোর ছুটির আগে আগেই হাইকোর্টের তরফে এই চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার সবুজ সংকেত পায় কমিশন। তারপরে ইন্টারভিউ নেওয়ার ব্যাপারে তৎপরতা শুরু করলেও ফের বাধা কমিশনের। ইন্টারভিউ নেওয়ার জন্য পর্যাপ্ত শিক্ষক অধ্যাপক অমিল হওয়ায় ফের পিছিয়ে যাচ্ছে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া। কমিশন এর আধিকারিকদের মতে নভেম্বরের শেষের দিকেই উচ্চ প্রাথমিকের মেধাতালিকা চূড়ান্ত করে হাইকোর্টের কাছে দেওয়া হবে। হাইকোর্ট সম্মতি দিলেই মেধা তালিকা প্রকাশ করে দেবে কমিশন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 10, 2022 12:53 PM IST