West Bengal News: বাঁকুড়ায় 'আদিম মানুষের' গুহার হদিশ, বিস্ময়কর ঘটনা বাংলায়! অপার রহস্যের সন্ধান

Last Updated:

West Bengal News: তারা দীর্ঘদিন ধরে এই গুহার সন্ধান জানলেও এলাকার মানুষ ছাড়া বাইরে জগতে এই গুহার সন্ধান জানত না কেউ, এমনটাই দাবি এলাকাবাসীর।

এই সেই গুহা
এই সেই গুহা
#বাঁকুড়া: বাঁকুড়ার জঙ্গলমহলে গুহার সন্ধান, স্থানীয়দের অনুমান সেই গুহায় আদিম মানুষের বসবাস ছিল কোনও এক সময়। তাই গুহাটি সংরক্ষণের দাবি করেছেন এলাকাবাসী। বাঁকুড়ার জঙ্গলমহল নামে খ্যাত খাতড়ায় আদিম গুহার সন্ধান। খাতড়ার পোড়া পাহাড়ে এই আদিম গুহার সন্ধান পায় স্থানীয়রাই।
তারা দীর্ঘদিন ধরে এই গুহার সন্ধান জানলেও এলাকার মানুষ ছাড়া বাইরে জগতে এই গুহার সন্ধান জানত না কেউ, এমনটাই দাবি এলাকাবাসীর। এই গুহা পাহাড়ের একেবারে মাঝ বরাবর অবস্থিত। পাহাড়ের পাথর কেটে তৈরি করা হয়েছে গুহাটি। গুহাটি প্রায় ২০০ ফুট লম্বায়। কোথাও পাঁচ কোথাও আবার ছয় সাড়ে ছয় ফুট চওড়া।
advertisement
advertisement
গুহাটিতে সাতটি কুঠুরি রয়েছে। স্থানীয়দের অনুমান এই কুঠুরিতেই এক সময় বসবাস করতেন আদিম যুগের মানুষজন। তারাই মূলত বন্যপ্রাণী থেকে আত্মরক্ষা এবং প্রকৃতির করাল গ্রাস থেকে বাঁচতেই পাথর কেটে তৈরি করেছিল এমন গুহা। তবে জঙ্গলমহলে পর্যটন মানচিত্রে এই গুহার সন্ধান জানত না কেউই।
advertisement
খাতড়া এলাকাতেই বাঁকুড়ার পর্যটন মানচিত্রে মুকুটমণিপুরের বৃহৎ স্থান থাকলেও এই গুহার সন্ধান না জানায় সেদিকে পা মাড়াত না কোনও পর্যটকরাই। স্থানীয়দের দাবি সরকারের পক্ষ থেকে সংরক্ষণ করা হোক এই গুহাটিকে। তাহলেই গুরুত্ব বাড়বে এলাকার এবং গুহাটি কোন আমলের সে বিষয়েও গবেষণা করার প্রয়োজন রয়েছে।
----প্রিয়ব্রত গোস্বামী, বাঁকুড়া
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: বাঁকুড়ায় 'আদিম মানুষের' গুহার হদিশ, বিস্ময়কর ঘটনা বাংলায়! অপার রহস্যের সন্ধান
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement