Sandeshkhali ED Raid: হেলমেট, লাঠি, কাঁদানে গ্যাস...২৫ গাড়িতে ১২৫ জন CRPF! এবার সব প্রস্তুতি নিয়েই শাহজাহানের বাড়িতে ইডি

Last Updated:

এর আগে রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের বাড়িতে তদন্ত করতে গিয়ে হামলার মুখে পড়তে হয়েছিল ইডি আধিকারিকদের৷ রক্তাক্ত হয়েছিলেন একাধিক ইডি আধিকারিক৷ গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই৷ তার মাঝেই আবার পুলিশকে নির্দিষ্ট সার্চ ওয়ারেন্ট দেখিয়ে ফের শেখ শাহজাহানের বাড়িতে অভিযান শুরু করল ইডি৷

সন্দেশখালি: ঘড়িতে তখন ভোর ৪টে বেজে ৩৭ মিনিট। সিআরপিএফ ক্যাম্পে তখন জোর প্রস্তুতি৷ ২৫ থেকে ৩০টি গাড়িতে ১২৫ জনেরও বেশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান৷ মাথায় হেলমেট, হাতে গার্ড, সঙ্গে লাঠি এবং কাঁদানে গ্যাস৷ যেন কোনও যুদ্ধের প্রস্তুতি৷ এদিকে, প্রস্তুত ইডি-র দলে ৭ জন আধিকারিক৷ এরপর ভোজেরহাট ব্রিজ ক্রস করে বাঁ দিকে বাসন্তী হাইওয়ে ধরে সোজা এগোয় ইডি আধিকারিকদের কনভয়। গন্তব্য, সন্দেশখালি৷ তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ি৷ আবারও৷ ঠিক ১৯ দিন পরে।
এবার আর কোনও ভুল করেনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ জেলা পুলিশকে আগাম বার্তা দিয়েই সন্দেশখালির সরবেড়িয়ায় শেখ শাহজাহানের ডেরায় হানা দিয়েছে তারা৷ সঙ্গে ছিল শেখ শাহজাহানের বাড়ি সার্চ করার ওয়ারেন্ট৷ সেই ওয়ারেন্ট দেখেই ন্যাজাট থানা থেকে মোতায়েন করা হয় পুলিশ। শাহজাহানের বাড়ির মূল দরজার সামনে পাহারায় রাখা হয় রাজ্য পুলিশকেও।
এর আগে রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের বাড়িতে তদন্ত করতে গিয়ে হামলার মুখে পড়তে হয়েছিল ইডি আধিকারিকদের৷ রক্তাক্ত হয়েছিলেন একাধিক ইডি আধিকারিক৷ গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই৷ তার মাঝেই আবার পুলিশকে নির্দিষ্ট সার্চ ওয়ারেন্ট দেখিয়ে ফের শেখ শাহজাহানের বাড়িতে অভিযান শুরু করল ইডি৷
advertisement
advertisement
কেন্দ্রীয় বাহিনীর শতাধিক জওয়ান নিয়ে সকাল ৭টা নাগাদ শাহজাহানের বাড়িতে ঢোকে ইডি৷ ইডি শাহাজাহানের বাড়িতে পৌঁছলে তাঁদের কাছে তল্লাশির পরোয়ানা দেখতে চায় পুলিশ। তা দেখানোর পরেই পুলিশের তরফে সহযোগিতার আশ্বাস মেলে।
আরও পড়ুন : সকাল সকাল শেখ শাহজাহানের বাড়িতে ED, তালা ভেঙে ঢুকল তদন্তকারী সংস্থা
যদিও শাহজাহানের বাড়িতে ঢুকতে এদিনও বাধা পেতে হয় ইডির আধিকারিকদের। শাহজাহানের বাড়িতে এ দিনও তালা লাগানো ছিল। চাবি না মেলায় তালা ভেঙে ঢোকা হয় বাড়ির ভিতরে৷ গোটা ঘটনায় ইডির তরফে তিন জন সাক্ষীকেও রাখা হয়। সাক্ষী হিসাবে ছিলেন দু’জন স্থানীয় বাসিন্দা। সম্পূর্ণ তল্লাশি পর্ব তাঁদের উপস্থিতিতেই চলবে বলে জানা গিয়েছে। গোটা ঘটনাটির ভিডিওগ্রাফি করেন তাঁরা৷ ইডি-র ৬ আধিকারিক যখন শেখ শাহজাহানের বাড়িতে ঢোকে, ঘড়িতে তখন ৮টা৷
advertisement
আরও পড়ুন : রাতভর ভিজিয়ে রাখুন গম! তারপর…ডায়াবেটিসের অব্যর্থ দাওয়াই..জানুন কী বলছেন বিশেষজ্ঞ
বর্তমানে সরবেড়িয়ায় শেখ শাহজাহানের বাড়িটি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান৷ মোট ১৩ জন রয়েছেন শেখ শাহজাহানের বাড়ির ভিতরে৷ ৬ আধিকারিক, ২ জন ইডির সাক্ষী, ৩ জন ইডির সাক্ষী ও ১ জন তালা ভাঙার লোক ও ১ জন ভিডিওগ্রাফার৷ তল্লাশি পর্বে ভাঙা হয়েছে শেখ শাহজাহানের বাড়ির একটি আলমারিও৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sandeshkhali ED Raid: হেলমেট, লাঠি, কাঁদানে গ্যাস...২৫ গাড়িতে ১২৫ জন CRPF! এবার সব প্রস্তুতি নিয়েই শাহজাহানের বাড়িতে ইডি
Next Article
advertisement
রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট, এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি
রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট, এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি
  • রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট

  • এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি

  • অধিকাংশ নেতা নির্বাচন লড়তে চান অথচ সংগঠনের কাজে অনীহা

VIEW MORE
advertisement
advertisement