Partha Chatterjee: বিপদ আরও বাড়ছে পার্থ চট্টোপাধ্যায়ের, ইডি-র এক সমনেই সমস্যা বাড়তে পারে কয়েক গুণ!

Last Updated:

Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামে স্কুলটি। ২০২১ সালের এপ্রিলে শুরু হয় স্কুলটি।

বিপদ আরও বাড়ছে পার্থ চট্টোপাধ্যায়ের
বিপদ আরও বাড়ছে পার্থ চট্টোপাধ্যায়ের
#কলকাতা: পার্থ চট্টোপাধ্যায় জামাই কল্যাণময় ভট্টাচার্য ফের ইডি দফতরে। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইডি সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরের পিংলা BCM ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান ছিল কল্যাণময় ভট্টাচার্য। এই স্কুলটি তৈরি হয় বাবলি চট্টোপাধ্যায় মেমোরিয়াল ফাউন্ডেশনের সৌজন্যে।
পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামে স্কুলটি। ২০২১ সালের এপ্রিলে শুরু হয় স্কুলটি। ইডি সূত্রে খবর, মূলত ওই স্কুলে কার টাকা বিনিয়োগ হয়েছে, সেটা জানতে চাইছে ইডি। সেই কারণেই আজ ডেকে পাঠানো হয় কল্যাণময় ভট্টাচার্যকে। এই মুহূর্তে ইডি দফতরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে।
advertisement
advertisement
এসএসসি দুর্নীতিকাণ্ডে গত ২৩ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। এরপরই তদন্তে উঠে আসে পার্থর একাধিক সম্পত্তি রয়েছে কল্যাণময়ের নামে। এমনকী পশ্চিম মেদিনীপুরের পিংলায় স্ত্রীর স্মৃতিতে তৈরি স্কুলেরও ডিরেক্টর কল্যাণবাবু। ওই স্কুলে পার্থ চট্টোপাধ্যায় অন্তত ১৫ কোটি টাকা বিনিয়োগ করেছেন বলে তদন্তে প্রকাশ। কিন্তু খাতায় কলমে সেখানে ৪.৩৫ কোটি টাকা বিনিয়োগ হয়েছে বলে দেখানো হয়েছে।
advertisement
গত ২৩ অগাস্ট পার্থর মেয়ে সোহিনীর স্বামী কল্যাণময়কে প্রথমবার তলব করেন গোয়েন্দারা। তাঁকে ১ সেপ্টেম্বর হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু সেই সমন কল্যাণময়ের কাছে সময়মতো পৌঁছয়নি বলে জানিয়েছে ইডি। এর পর ২ সেপ্টেম্বর ফের তাঁর নামে সমন জারি হয়। ৮ সেপ্টেম্বর হাজিরা দিতে বলা হয় তাঁকে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস প্রদেশ থেকে দেশে ফেরেননি কল্যাণময়। ফলে হাজিরাও দেননি। অবশেষে পুজোর মুখে দেশে ফিরে প্রথমবার হাজিরা দেন তিনি।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee: বিপদ আরও বাড়ছে পার্থ চট্টোপাধ্যায়ের, ইডি-র এক সমনেই সমস্যা বাড়তে পারে কয়েক গুণ!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement