Anubrata Mondal: চরম বিপদে অনুব্রত মণ্ডল, এক পদক্ষেপেই খেলা ঘুরিয়ে দিতে পারে ইডি!
- Published by:Suman Biswas
- Written by:Arpita Hazra
Last Updated:
Anubrata Mondal: এবার গরু পাচার মামলায় দিল্লি ইডি অফিসে তলব করা হল মলয় পিটকে।
#কলকাতা : সিবিআইয়ের পর ইডি এবার নোটিশ দিয়ে তলব করল অনুব্রত ঘনিষ্ঠ মলয় পিটকে। গরু পাচারে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার দিল্লী ইডি অফিসে তলব করা হয়েছে। মলয় পিট জানান," তিনি দিল্লিতে আছেন। সব রকম সহযোগিতা করবেন।" এর আগে সিবিআই স্বাধীন ট্রাস্টের নামে গরু পাচার মামলায় নোটিশ দিয়েছিল। সেসময় মলয় পিঠের নামে নোটিশ না দেওয়াতে তিনি যাননি। স্বাধীন ট্রাস্টের অন্য দুই সদস্য নিজামে যান। কিন্তু এবার গরু পাচার মামলায় দিল্লি ইডি অফিসে তলব করা হল মলয় পিটকে। ৯ কোটি টাকার লেনদেন নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি মলয়কে।
এর আগে বোলপুরে সিবিআই মলয় পিটের পলিটেকনিক কলেজে ও সিবিআই অস্থায়ী ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। ইডি সূত্রে খবর, গরু পাচারের টাকা কি হাত বদলে কলেজ তৈরীর জন্য গিয়েছিল? অনুব্রত কাকে কাকে রেকমেন্ডেশন করেছিলেন এই ৯ কোটি টাকা দেওয়ার জন্য? কারণ, মলয় পিঠের ২০২১ সালে শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ তৈরী জন্য আর্থিক মন্দা জন্য প্রায় ৫০ জনের থেকে ৯ কোটি টাকা নিয়েছিল। মলয়ের স্বাধীন ট্রাস্ট-এর আর্থিক অবস্থা খারাপের জন্য টাকা নিয়েছিল।
advertisement
advertisement
অনুব্রত মণ্ডল সে সময় মলয়ের কলেজ তৈরী জন্য স্বাধীন ট্রাস্টয়ে বেশ কিছু জনকে হেল্প করার জন্য রেকমেন্ডেশন করেছিলেন । প্রায় ৯ কোটি টাকা আসে ট্রাস্টয়ে। মলয়ের ৫০-৬০ টি কলেজ আছে, যেগুলো তিনি পরিচালনা করে। পলিটেকনিক, নার্সিং, এডুকেশন বিভিন্ন ধরণের কলেজ রয়েছে। মলয়ের কলেজ রয়েছে বোলপুর, পাথর প্রতিমা, নয়া গ্রাম, তেহট্ট কালীগঞ্জ, মান বাজার, ত্রিপুরা, আন্দামান এও কলেজ রয়েছে মলয় পিঠের।
advertisement
সিবিআইয়ের অভিযোগ, অনুব্রত মণ্ডল ও অনুব্রত ঘনিষ্ঠদের অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছিল। সে জন্য এবার ইডি মলয় পিঠকে জিজ্ঞাসাবাদ করতে প্রস্তুত। ভোলে বোম রাইস মিলের ভিতরে যে বিলাসবহুল গাড়ি মিলেছিল, সেই গাড়ি গুলির মধ্যে স্বাধীন ট্রাস্টের গাড়ি ছিল। যে গাড়ি গুলি অনুব্রত মণ্ডল ব্যবহার করতেন। সেই বিষয়েও জিজ্ঞাসাবাদ করে জানতে চায় তদন্তকারীরা । বোলপুরে স্বাধীন ট্রাস্টে কেন কী উদ্দেশে কোটি কোটি টাকা গিয়েছিলো, গরু পাচারের টাকা হাত ঘুরে কোথায় কোথায় পৌঁছেছে জানতে চায় ইডি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 09, 2022 1:46 PM IST