Rabindra Bharati: সব অধ্যাপককে বৈঠকে ডাকলেন উপাচার্য, রবীন্দ্রভারতী নিয়ে বড় সিদ্ধান্তের সম্ভাবনা
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Rabindra Bharati: রবীন্দ্রভারতীর সকল অধ্যাপককে জরুরি বৈঠকে ডাকলেন উপাচার্য সব্যসাচী রায় চৌধুরী।
#কলকাতা: রবীন্দ্রভারতীর সকল অধ্যাপককে জরুরি বৈঠকে ডাকলেন উপাচার্য সব্যসাচী রায় চৌধুরী। দুপুর তিনটের সময় বিশ্ববিদ্যালয় সকল অধ্যাপককে ডাকা হল বৈঠকে। কী কারণে এই বৈঠক তা, জানানো হলো না অধ্যাপকদের।
মনে করা হচ্ছে উপাচার্য বিশেষ কোনও সিদ্ধান্ত নিতে চলেছেন এই বৈঠকে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় একাধিক পরিস্থিতি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। মনে করা হচ্ছে উপাচার্য ওই বৈঠকে চূড়ান্ত কিছু সিদ্ধান্ত জানাতে পারেন।
advertisement
প্রসঙ্গত, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নিজের দফতরের কর্মী সংকট নিয়ে প্রশ্ন তুলেছিলেন খোদ উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী। এমনকী সেই প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও তিনি বিষয়টি জানিয়েছেন। তারপরেও সমস্যা মেটেনি। তবে এবার শিক্ষামন্ত্রী অবশ্য় উপাচার্যের পাশে দাঁড়ালেন।
advertisement
এমনকী বিশ্ববিদ্যালয়ের শেষ কথা যে উপাচার্যই বলবেন সেকথাও কার্যত জানিয়ে দেন তিনি। এতে কিছুটা হলেও আশ্বস্ত হয়েছেন উপাচার্য। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মন্ত্রী একথা বলে থাকলে, আশা করি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এই পরিস্থিতিতে বৈঠকে বসছেন রবীন্দ্র ভারতীর উপাচার্য।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 09, 2022 1:07 PM IST