Mukul Roy: ফের ফিরছেন মূলস্রোতে, মমতার মঞ্চে উপস্থিত থেকে বড় বার্তা মুকুল রায়ের

Last Updated:

Mukul Roy: তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর গত বছর ৫ সেপ্টেম্বর মুকুল রায় যান তৃণমূল কংগ্রেস ভবনে।

ফের মমতার পাশে মুকুল
ফের মমতার পাশে মুকুল
#কৃষ্ণনগর: বৈঠকের পর এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চে মুকুল রায়। তিন দিনের নদিয়া সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচি রয়েছে তাঁর ৷ মঙ্গলবারই তিনি কৃষ্ণনগর সার্কিট হাউজে বৈঠক করেন দলের নেতাদের সঙ্গে ৷ সেখানে মুকুল রায়ও (Mukul Roy) উপস্থিত ছিলেন৷ আর বুধবার কৃষ্ণনগরে মমতার সভামঞ্চেও উপস্থিত হন মুকুল। অর্থাৎ বুঝিয়ে দেন, এবার আবার রাজনীতির মূলস্রোতে ফিরছেন রায়বাবু।
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর গত বছর ৫ সেপ্টেম্বর তিনি যান তৃণমূল কংগ্রেস ভবনে। ৮ সেপ্টেম্বর যোগ দেন নেতাজী ইন্ডোরে তৃণমূল কংগ্রেসের বুথ ভিত্তিক কর্মী সম্মেলনে। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যান বিজয়া দশমীর পরেই। কালীঘাটে তাকে দেখা গিয়েছিল ভাইফোঁটার দিনেও।
advertisement
advertisement
মাঝে তাঁর নানা বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। শারীরিক ভাবেই অসুস্থ হয়ে পড়েছিলেন মুকুল রায়। কিন্তু মঙ্গলবার কৃষ্ণনগর সার্কিট হাউজে মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে তাকে দেখা যায়। বৈঠকও হয় দু'জনের। আজ যে বিধানসভা কেন্দ্রে মমতার সভা, সেখানে বিজেপির প্রতীকে জিতে বিধায়ক হন মুকুল রায়।
advertisement
উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে তৃণমূল ভবনে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক ফ্রেমে দেখা গিয়েছিল মুকুল রায়কে। তারপর থেকেই জোর চর্চা চলেছে মুকুলের দলবদলের ইস্যু নিয়ে। যদিও খাতায় কলমে মুকুল রায় এখনও বিজেপির বিধায়ক। রাজ্য বিধানসভায় দুই দফার শুনানি শেষে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন মুকুল রায় দলবদল করেননি, তিনি বিজেপিতেই রয়েছেন। কিন্তু তৃণমূলে আসা ইস্তক সেভাবে তাঁকে সক্রিয় হতে দেখা যায়নি। মাঝেমধ্যে অসংলগ্ন কথা বলে তৃণমূলকে অস্বস্তিতেই ফেলেছিলেন একদা দলের সেকেন্ড ইন কম্যান্ড মুকুল। তারপর থেকেই দলের সঙ্গে দূরত্ব শুরু হতে থাকে।
advertisement
কিন্তু এরপরই ফের মূল স্রোতে ফিরে আসার চেষ্টা করছেন মুকুল রায়। কৃষ্ণনগর থেকেই সেই যাত্রা শুরু করলেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mukul Roy: ফের ফিরছেন মূলস্রোতে, মমতার মঞ্চে উপস্থিত থেকে বড় বার্তা মুকুল রায়ের
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement