Buxa: খুব সাবধান! বক্সা ব্যাঘ্র প্রকল্পে ভয়ঙ্কর অভিযোগ উঠল, যেন দুষ্কৃতীদের স্বর্গ রাজ্য
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Buxa: কখনও এলাকা থেকে সরে যাওয়ার হুমকি, কখনও আবার গাছ কেটে বনাঞ্চল থেকে বের না করা পর্যন্ত নদীতেই থাকতে চাপ দেয় কাঠ মাফিয়ারা বলে অভিযোগ বন বস্তিবাসীদের।
#বক্সা: বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে বহুমূল্য সেগুন গাছ কেটে চুরির অভিযোগ। গাছ চুরির সময় জঙ্গলে মাছ ধরতে যাওয়া বনবস্তি বাসীদের হুমকি দেয় কাঠ চোরেরা। কখনও এলাকা থেকে সরে যাওয়ার হুমকি, কখনও আবার গাছ কেটে বনাঞ্চল থেকে বের না করা পর্যন্ত নদীতেই থাকতে চাপ দেয় কাঠ মাফিয়ারা বলে অভিযোগ বন বস্তিবাসীদের।
আতঙ্কিত বক্সা ব্যাঘ্র প্রকল্পের ছিপরা এলাকার মানুষেরা। দিনের আলোতেই বহুমূল্য সেগুন গাছ কেটে পাচার কাঠ মাফিয়াদের। বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের বনাঞ্চলের ছিপরা জঙ্গলে সেগুন কাঠ চুরির অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে বন দফতর। উল্লেখ্য এর আগে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ভেতর পর্যটকদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছিল।
advertisement
advertisement
সেই বারও বন দফতর ও স্থানীয় পঞ্চায়েত প্রশাসন জানিয়েছিল, তারা কিছুই জানে না। এবার দিনের আলোতেই বহুমূল্য সেগুন কাঠ চুরি করে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। তাহলে কি বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনাঞ্চল দুষ্কৃতীদের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে? এই অবস্থায় কোটি কোটি টাকা ব্যয়ে বাইরে থেকে রয়েল বেঙ্গল টাইগার আনা কতটা নিরাপদ?
advertisement
জঙ্গলের গাছ এভাবে কেটে নিয়ে গেলে বাঘেরা থাকবে কীভাবে? কাঠ চুরির এই ঘটনা এই সব বিভিন্ন বিষয়ে প্রশ্ন তুলে দিচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 09, 2022 1:30 PM IST