WB Panchayat Election 2023 Date: ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
- Written by:ARUP DUTTA
- news18 bangla
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Panchayat Election: ৮ জুলাই হতে চলেছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। এদিন পঞ্চায়েত নির্বাচন নিয়ে সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশন
কলকাতা: ৮ জুলাই হতে চলেছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। এদিন পঞ্চায়েত নির্বাচন নিয়ে সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশন। এক দফাতেই সম্পন্ন হবে পঞ্চায়েত ভোট।
প্রসঙ্গত, মাত্র ২৪ ঘণ্টা আগেই রাজ্যের নির্বাচন কমিশনের নতুন কমিশনার পদে নিযুক্ত হয়েছেন রাজীব সিনহা। বুধবার দপ্তরের দায়িত্বভার গ্রহণ করলেন তিনি। রাজ্য সরকার নির্বাচন কমিশনার হিসেবে রাজীব সিনহার নাম প্রস্তাব করে পাঠিয়েছিল। কিন্তু প্রথমে রাজ্যপাল সেই প্রস্তাবে অনুমোদন দেননি। রাজ্যপাল সি ভি আনন্দ বোস এবং নবান্নের মধ্যে এই নিয়ে টানাপোড়েনের পর শেষ পর্যন্ত রাজভবনের সবুজ সংকেত মেলায় রাজ্য নির্বাচন কমিশনের নতুন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন সেই রাজীব সিনহাই।
advertisement
advertisement
সেই সময়ে নির্বাচনের বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের নতুন কমিশনার রাজীব সিনহা নিজের দফতরে সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের মূল কাজ সুষ্ঠুভাবে নির্বাচন করানো। দিন ঘোষণার বিষয়টি এককভাবে নয়, সরকারের সঙ্গে যৌথ আলোচনাক্রমেই ঠিক হয়।
advertisement
রাজ্য নির্বাচন কমিশন নিয়ম মেনেই সব কাজ করবে।’ পঞ্চায়েত নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেন, এটা নির্বাচন কমিশনের এর ব্যাপার। পঞ্চায়েত এর ব্যাপারে কমিশন বলবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 08, 2023 5:31 PM IST







