Nandigram | Suvendu Adhikari: নন্দীগ্রাম নিয়ে এবার হাইকোর্টে শুভেন্দু! ১৬ তারিখ কী হবে, পারদ চড়ছে দ্রুত

Last Updated:

Nandigram | Suvendu Adhikari: গত ১ জুন নন্দীগ্রামে পদযাত্রা শেষে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “দীর্ঘ ২০ কিমি পদযাত্রা আগে কেউ দেখেনি৷ দূষণমুক্ত হতে চলেছে রাজনীতি এই বাংলার নন্দীগ্রাম থেকেই৷”

হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু
হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু
কলকাতা: নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর মিছিল নিয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। আগামী ১৬ জুন নন্দীগ্রাম বিধায়ক কার্যালয় থেকে নন্দীগ্রাম জানকীনাথ মন্দির পর্যন্ত বিরোধী দলনেতা মিছিল করতে চান। তারপরে সভা। এখনও অনুমতি দেওয়া হয়নি। আবেদন জানানো হলেও কোনও উত্তর নেই প্রশাসনের। এরপরই মিছিলের অনুমতি চেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন শুভেন্দু অধিকারী। মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। আগামীকাল শুনানির সম্ভাবনা রয়েছে এই আবেদনের।
প্রসঙ্গত, গত ১ জুন নন্দীগ্রামে পদযাত্রা শেষে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “দীর্ঘ ২০ কিমি পদযাত্রা আগে কেউ দেখেনি৷ দূষণমুক্ত হতে চলেছে রাজনীতি এই বাংলার নন্দীগ্রাম থেকেই৷” শুভেন্দু গড়ে দাঁড়িয়ে নাম না করে শুভেন্দু অধিকারীকেই নিশানা করেছিলেন অভিষেক। তিনি বলেন, “গদ্দারদের অবসান হতে চলেছে আগামী দিনে। আপনার গায়ে হাত পড়লে আমি আসব৷ আগামী দিনে এক ছটাক জমি দেবেন না৷ যদি দম থাকে, ২০ কিমি রাস্তায় মিছিল করে দেখাও৷ রাতের বেলা জনগণ নিয়ে মিটিং করো।”
advertisement
advertisement
এরপরই আসরে নামেন শুভেন্দুও। ১৬ জুন নন্দীগ্রামে বড় কর্মসূচির কথা জানান তিনি। ১৬ জুন বিকেল ৩টেয় নন্দীগ্রামের বিজেপি নেতা-কর্মীদের মিছিলে সামিল হতে বার্তা পাঠানো হয়েছে। প্রকাশ্যে অভিষেকের পদযাত্রাকে পাত্তাও দিতে চাইছেন না বিজেপি নেতৃত্ব। তবে পাল্টা দিতে চাইছেন তো বটেই। আর সেটা রাজনৈতিক ভাবেই।
advertisement
অভিষেকের সভা প্রসঙ্গে শুভেন্দুর অভিযোগ ছিল, বাইরে থেকে, এমনকী কলকাতা থেকেও লোক নিয়ে যাওয়া হয়েছিল। তৃণমূল অবশ্য শুভেন্দুর অভিযোগকে পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিয়েছে। এবার সেই নন্দীগ্রাম থেকেই অভিষেককে জবাব দিতে চাইছেন শুভেন্দু। কিন্তু সেই মিছিল ও সভা নিয়েই দেখা দিয়েছে জটিলতা। যে কারণে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Nandigram | Suvendu Adhikari: নন্দীগ্রাম নিয়ে এবার হাইকোর্টে শুভেন্দু! ১৬ তারিখ কী হবে, পারদ চড়ছে দ্রুত
Next Article
advertisement
Saudi Arabia Bus Accident: মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, সৌদি আরবে মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ অনেকে
মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ বহু
  • সৌদি আরবের মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • অন্তত ৪২ জন ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা৷

  • মক্কা থেকে মদিনা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীরা৷

VIEW MORE
advertisement
advertisement