Ed | Rujira Banerjee Abhishek Banerjee: রুজিরার জন্য 'প্রস্তুত' ইডি! তুমুল চমক দিয়ে কারা আসছেন সিজিও-তে? তুঙ্গে জল্পনা

Last Updated:

Ed | Rujira Banerjee Abhishek Banerjee: এর আগেও রুজিরা বন্দ্যোপাধ্যায়কে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কয়লা পাচার মামলায়, এই তিন অফিসারই জিজ্ঞাসাবাদ করেছিলেন।

আসছেন ৩ জন, কারা? চমকে উঠবেন
আসছেন ৩ জন, কারা? চমকে উঠবেন
কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বৃহস্পতিবার ডাকা হয়েছে সিজিও কমপ্লেক্সে। সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করবে ইডি। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে আসছেন দিল্লির অফিসাররা। ইডি অফিসার পঙ্কজ কুমারের নেতৃত্বেই জিজ্ঞাসাবাদ করা হবে। সঙ্গে থাকবেন কলকাতার দুই মহিলা অফিসার।
এর আগেও রুজিরা বন্দ্যোপাধ্যায়কে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কয়লা পাচার মামলায়, এই তিন অফিসারই জিজ্ঞাসাবাদ করেছিলেন। সেখানেও পঙ্কজ কুমারই সেই জিজ্ঞাসাবাদ পর্বের নেতৃত্বে।
ঠিক কী কী বিষয়ে রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি? সূত্রের খবর, মূলত তিনি কেন বিদেশ ভ্রমণ করছিলেন? কলকাতা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে কেন তিনি রওনা দিচ্ছিলেন? কী উদ্দেশ্য ছিল? ইডিকে না জানিয়ে কেন তিনি রওনা দিয়েছিলেন? কয়লা পাচার মামলা আরও যাবতীয় বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।
advertisement
advertisement
প্রসঙ্গত, গত সোমবার (৫ জুন) দুবাই যাওয়ার সময় কলকাতা বিমানবন্দরে রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে বাধা দেওয়ার অভিযোগ ওঠে অভিবাসন দফতরের বিরুদ্ধে। রুজিরা অভিবাসন দফতরের কর্তাদের প্রশ্ন করেন কেন তাঁকে আটকানো হল? এরপর দু’পক্ষর মধ্যে চলে কথাবার্তা। শেষে বিমানবন্দর থেকে বেরিয়ে যান তিনি। এরপর কয়েক ঘণ্টা পেরোতেই রুজিরাকে তলব করা হয়।
advertisement
এর আগে কয়লা পাচারের একটি মামলায় রুজিরার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছিল। রুজিরার বিদেশ যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়। তবে সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। অভিষেকের ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, সেই মামলায় সুপ্রিম কোর্ট অভিষেক এবং রুজিরাকে রক্ষাকবচ দিয়ে জানিয়েছিল, তাঁদের বিদেশযাত্রার ক্ষেত্রে কোনও বাধা নেই। কিন্তু তারপরও বিমানবন্দরে আটকানো হয়েছে রুজিরাকে। সূত্রের খবর, এক্ষেত্রে মানহানির অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলেও জানা যায়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Ed | Rujira Banerjee Abhishek Banerjee: রুজিরার জন্য 'প্রস্তুত' ইডি! তুমুল চমক দিয়ে কারা আসছেন সিজিও-তে? তুঙ্গে জল্পনা
Next Article
advertisement
North Dinajpur: বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী, সিকিমে রাজমিস্ত্রির কাজে গিয়ে ইসলামপুরের যুবকের মর্মান্তিক পরিণতি!
বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী, সিকিমে কাজে গিয়ে ইসলামপুরের যুবকের মর্মান্তিক পরিণতি!
  • সিকিমে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে পরিযায়ী শ্রমিক মহম্মদ রাজু (২৮)-র মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ইসলামপুর ব্লকের রামগঞ্জ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বেতবাড়ি গ্রামে। বৃহস্পতিবার সন্ধ্যায় মৃত্যু সংবাদ পৌঁছাতেই গোটা এলাকায় নেমে আসে স্তব্ধতা।

VIEW MORE
advertisement
advertisement