কলকাতা : মিড ডে মিলের আর্থিক পরিচালনার সংক্রান্ত দায়িত্ব নিয়ে বড় সিদ্ধান্ত নিচ্ছে নবান্ন। এবার আর্থিক পরিচালনা সংক্রান্ত আয় - ব্যয়ের হিসাব থেকে শুরু করে বিভিন্ন খাদ্যদ্রব্য কেনার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে বিভিন্ন স্কুলের শিক্ষক-অশিক্ষক কর্মীদের। তার বদলে স্বনির্ভর গোষ্ঠীর অধীনে বিভিন্ন ব্লকে ব্লকে যে মহা সঙ্ঘগুলি রয়েছে, তাদের মাধ্যমে এই পরিচালনা সংক্রান্ত দায়িত্ব দেওয়া হচ্ছে বলেই সূত্রের খবর।
মূলত মিড ডে মিলের আয় - ব্যয় পরিচালনা সংক্রান্ত দায়িত্ব, খাদ্যদ্রব্য কেনা থেকে শুরু করে বিভিন্ন খুঁটিনাটি বিষয় পরিচালনার দায়িত্বই দেওয়া হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীগুলির অধীনস্থ বিভিন্ন ব্লকে ব্লকে তৈরি মহাসঙ্ঘগুলিকে। নবান্ন সূত্রে খবর আপাতত প্রত্যেকটি জেলার চার-পাঁচটি ব্লকে পাইলট আকারে এই প্রকল্প চালানো হবে। পাইলট প্রকল্পের সাফল্য এলে গোটা রাজ্যজুড়ে এই পদ্ধতিতে কার্যকর করা হবে।
এপ্রিল মাস থেকেই পাইলট আকারে এই প্রকল্প রাজ্যে শুরু হচ্ছে বলেই শুক্রবারের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্য পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলে খুব শীঘ্রই রাজ্য স্কুল শিক্ষা দফতর এই বিষয় নিয়ে একটি গাইডলাইনও দেবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে গোটা বিষয়টা নিয়ে প্রস্তুতিও শুরু হয়েছে। মূলত এর আগে মিড ডে মিলের পরিচালনা সংক্রান্ত আয় ব্যয় সংক্রান্ত হিসাব-সহ বিভিন্ন বিষয়ে স্কুলের শিক্ষক-অশিক্ষক কর্মীরাই দেখতেন।
আরও পড়ুন : মাধ্যমিকের শেষ দিন বড় ধাক্কা! নবম-দশমে আরও ১৫৭ জনের চাকরির সুপারিশ পত্র বাতিলের নির্দেশিকা
বিশেষত মিড ডে মিল পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিক স্কুলগুলির অশিক্ষক কর্মীদেরই বেশি দায়িত্ব থাকত। কিন্তু এবার সেই দায়িত্ব থেকে তাঁদের অব্যাহতি দেওয়ার পথেই হাঁটছে রাজ্য। যদিও সাম্প্রতিক সময়ে মিড ডে মিল নিয়ে আর্থিক নয় ছয়-এর অভিযোগ তুলেছে বিরোধীরা। শুধু তাই নয়, সম্প্রতি রাজ্যে মিড ডে মিল পরিচালনা ব্যবস্থা খতিয়ে দেখতে কেন্দ্র রাজ্য যৌথ পরিদর্শনকারী দল রাজ্যে এসে একাধিক জেলা পরিদর্শন করেছে।
আরও পড়ুন : পঞ্চায়েতেও সাগরদিঘি মডেল? জোট তত্ত্ব আরও মজবুত হল সিপিএম-কংগ্রেসে
পরিদর্শন শেষ করার পর পরই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক রাজ্যে মিড ডে মিলের শেষ তিন আর্থিক বর্ষের হিসেবে ক্যাগ অডিট-এর নির্দেশ দিয়েছেন। আর্থিক নয়ছয়ের অভিযোগ নিয়েই এই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে। সূত্রের খবর খুব শীঘ্রই এই অডিট শুরু হতে চলেছে রাজ্যে। কিন্তু তার আগেই রাজ্যের তরফে এই সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে স্বনির্ভর গোষ্ঠীর অধীনে মহাসঙ্ঘগুলি যাতে আরও দ্রুত তৈরি করা যায় সে বিষয়েও সম্প্রতি জেলাগুলিকে মুখ্যসচিব বিশেষ নির্দেশ দিয়েছেন বলেই নবান্ন সূত্রে খবর। সবমিলিয়ে মিড ডে মিলের আর্থিক পরিচালনা সংক্রান্ত বিষয়টি এ বার বিশেষভাবে অগ্রাধিকার দিতে চাইছে নবান্নের শীর্ষ মহল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Education, Mid Day Meal, School