SSC: মাধ্যমিকের শেষ দিন বড় ধাক্কা! নবম-দশমে আরও ১৫৭ জনের চাকরির সুপারিশ পত্র বাতিলের নির্দেশিকা
- Published by:Rachana Majumder
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
আজ শনিবার মাধ্যমিকের ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা রয়েছে। তবে এই চাকরি বাতিলের প্রভাব মাধ্যমিক পরীক্ষায় পড়বে না বলেই মনে করছেন পর্ষদের আধিকারিকরা। তবে এর প্রভাব উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
কলকাতা: অবৈধ নিয়োগের মামলায় চাকরি-বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। এবার আরও ১৫৭ জনের চাকরির সুপারিশ পত্র বাতিল করার নির্দেশিকা দিল এসএসসি। শুক্রবার সন্ধ্যায় এই নির্দেশিকা দেওয়া হয়েছে এসএসসি এর তরফে। রোল নম্বর, নাম,পড়ানোর বিষয়ে, নিয়োগপত্রের নম্বর-সহ তালিকা প্রকাশ করেছে এসএসসি।
মধ্যশিক্ষা পর্ষদ নবম দশমের ৬১৮ জন কর্মরত শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশিকা দেওয়া হয়েছে বৃহস্পতিবার। পর্ষদ সূত্রে খবর বাকি ১৫৭ জনের চাকরি বাতিলের নির্দেশিকাও শীঘ্রই মধ্যশিক্ষা পর্ষদ দিতে চলেছে। প্রসঙ্গত নবম - দশম শ্রেণীর শিক্ষক পদে ৮০৫ জন কর্ম প্রার্থীর বিকৃত omr শিট বা উত্তরপত্র পেয়েছিল এসএসসি। তাদের মধ্যে ইতিমধ্যেই ৬১৮ জনের নিয়োগ বাতিলের পাশাপাশি ১৫৭ জনের সুপারিশপত্র বাতিলের নির্দেশিকা দিয়েছে এসএসসি। প্রশ্ন হচ্ছে বাকি ৩০ জন প্রার্থীর কী হবে? এসএসসির দাবি বাকি প্রার্থীদের উত্তরপত্র আরও ভালভাবে পরীক্ষা করা হচ্ছে। তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে পরের দফায়। এসএসসি সূত্রে খবর তাদের ওয়েমার শিট এবার ম্যানুয়াল চেকিং করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন: এত দিন ভুল জানতেন, কাগজ দিয়ে নয়! এই জিনিস দিয়ে তৈরি হয় টাকার নোট...
আজ শনিবার মাধ্যমিকের ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা রয়েছে। তবে এই চাকরি বাতিলের প্রভাব মাধ্যমিক পরীক্ষায় পড়বে না বলেই মনে করছেন পর্ষদের আধিকারিকরা। তবে এই চাকরি বাতিলের প্রভাব উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। সে ক্ষেত্রে অন্যান্য স্কুল থেকে শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে এসে সামঞ্জস্য রক্ষা করতে হবে বলেই মত সংসদের আধিকারিকদের। ইতোমধ্যেই এই বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র গুলিতে কতজন শিক্ষকের সমস্যা হতে পারে সেই বিষয়ে রিপোর্ট চাওয়ার প্রস্তুতি নিচ্ছে সংসদের আধিকারিকেরা।
advertisement
advertisement
আগামী ১৪ই মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তার আগেই যাতে গোটা বিষয়টি নিয়ে সিদ্ধান্তে আসা যায় সেই বিষয়ে ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছে সংসদ।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 04, 2023 8:53 AM IST










