Rupee || Currency: এত দিন ভুল জানতেন, কাগজ দিয়ে নয়! এই জিনিস দিয়ে তৈরি হয় টাকার নোট...
- Published by:Satabdi Adhikary
Last Updated:
এখন অবশ্য ভারতে টাকার ব্যবহার অনেকটাই কমেছে। ভারতীয়রা এখন ইলেক্ট্রনিক মানির উপরে অনেকটাই নির্ভরশীল। PhonePe, GPay এবং Paytm-এর মাধ্যমে পেমেন্ট করা এখন একরকম জলভাত। এমনকি, অন্য কাউকে টাকা পাঠানোও এখন অত্যন্ত সহজ হয়ে গেছে। তাই মানিব্যাগে নগদ রাখার অভ্যেসও চলে গেছে অনেকের।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এমনকি, শুধু ভারতেই নয়, অন্যান্য অনেক দেশেও নোট তৈরিতে কাগজ নয়, বরং তুলোই ব্যবহার করা হয়। এই কারণেই এগুলো খুবই পোক্ত। তবে শুধু তুলোই নয়, তুলো ফাইবারের সঙ্গে মেশানো হয় গ্যাটলিন ও এক ধরনের আঠালো দ্রবণ। যাতে নোটগুলি দীর্ঘস্থায়ী হয়। এছাড়া, আসল নোটে এমন অনেক বৈশিষ্ট্য থাকে যার মাধ্যমে তাকে খুব সহজেই জাল নোট থেকে আলাদা করে দেওয়া যায়।