Nabanna: IAS - IPS স্তরে বিরাট রদবদল রাজ্যের! চার মাসের মধ্যেই আবার সিপি বদলাল ব্যারাকপুরে

Last Updated:

পুরনো পদে ফিরিয়ে দেওয়া হল পি মোহনগান্ধিকে৷ পি মোহন গান্ধিকে৷ ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশনের চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে তাঁর পুরনো দায়িত্বে ফিরে গেলেন।

News18
News18
কলকাতা: রাজ্যের পাঁচ আইএএস-এর রদবদল। কমার্শিয়াল ট্যাক্সের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হল উমা শঙ্কর এস-কে। প্রসঙ্গত, কিছুদিন আগেই উমা শঙ্করকে কৃষি দফতরের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।অন্যদিকে, তাঁর পুরনো পদে ফিরিয়ে দেওয়া হল পি মোহনগান্ধিকে৷ পি মোহন গান্ধিকে৷ ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশনের চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে তাঁর পুরনো দায়িত্বে ফিরে গেলেন।
এদিকে দেবীপ্রসাদ কারনামকে অর্থ দফতরের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হল। জগন্নাথ মন্দিরের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের জন্য দায়িত্ব দেওয়া হল পূর্ব মেদিনীপুরেরই অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরীকে। জগন্নাথ মন্দিরের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের সিইও হিসেবে দায়িত্ব সামলাবেন এই অফিসার।
advertisement
advertisement
মাস কয়েক আগেই আইপিএস অলোক রাজোরিয়াকে সরিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের দায়িত্বে আনা হয়েছিল অজয় ঠাকুরকে। আবার হঠাৎ সিপি বদল ব্যারাকপুরে। এবার ব্যারাকপুর কমিশনারেটের কমিশনার হিসাবে দায়িত্ব দেওয়া হল মুরলীধর শর্মাকে। যিনি দায়িত্ব ছিলেন পুলিশ ট্রেনিং ইন্সটিটিউটের।
গতবছরই কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনারের পদ থেকে তাঁকে বদলি করা হয়েছিল পুলিশ ট্রেনিং ইনস্টিটিউটে। সেই সময় তিনি কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধানের।
advertisement
অজয় ঠাকুরকে আনা হল ডিআইজি সিআইডি হিসেবে। পুলিশ কমিশনারেটে ব্যারাকপুর উত্তীর্ণ হওয়ার পর থেকে এই নিয়ে সাতবার বদল হল সিপির।
সুনীল চৌধুরী, তন্ময় রায়চৌধুরী, মনোজ বর্মা, অজয় ঠাকুর, অলোক রাজোরিয়ার পর আবার অজয় ঠাকুরকে সিপি করা হয়। এবার অজয় ঠাকুরকে সিআইডি তে বদলি করা হল। আনা হল মুরলিধর শর্মাকে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Nabanna: IAS - IPS স্তরে বিরাট রদবদল রাজ্যের! চার মাসের মধ্যেই আবার সিপি বদলাল ব্যারাকপুরে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement