Meghalaya Couple Case: চকচকে ধারাল একটা চাপাতি...ধরিয়ে দিল সোনমকে! পুলিশ যেভাবে বুঝল রাজা খুনে মেয়েটাই আসল কালপ্রিট..
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
মধুচন্দ্রিমা সত্ত্বেও, রাজা এবং সোনম কোনও ফেরার টিকিট বুক করেননি। সোনমের কার্যকলাপই সন্দেহজনক ছিল। ঘটনার পর, সে নিখোঁজ হয়ে যায় এবং বাংলা, বিহার পেরিয়ে সরাসরি গাজিপুরে চলে আসে। মোবাইল রেকর্ড এবং চ্যাট হিস্ট্রি থেকে জানা যায়, সোনম তার কর্মচারী রাজ কুশওয়াহার সাথে ক্রমাগত যোগাযোগ রাখত।
পাঁচ বছরের ছোট প্রেমিক রাজ কুশওয়াহা৷ আর ৫ বছরের বড় স্বামী রাজা রঘুবংশী৷ মাঝে সোনম রঘুবংশী৷ রাজা রঘুবংশী মনে হয় ঘুণাক্ষরেও টের পাননি এমন ত্রিকোণ প্রেমের৷ যার জেরে প্রাণটাই খোয়াতে হল তাঁকে৷ কিন্তু, কীভাবে পুলিশ বুঝতে পারল, যে স্থানীয় কোনও ব্যক্তি নয়, রাজা রঘুবং শীর খুনের পিছনে অন্য কেউ রয়েছে, বরং থাকতে পারে খোদ তাঁর নিজের স্ত্রী সোনম, উত্তর লুকিয়ে আছে ছোট্ট ক্লুয়ের ভিতর৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
পুলিশের মতে: খুনের পদ্ধতিটি পেশাদার এবং পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে। খুনের অস্ত্র, ভ্যান এবং সোনমের কার্যকলাপ এটিকে একটি সাধারণ হত্যাকাণ্ডে পরিণত করে না। ট্রানজিট রিমান্ডের পরে মেঘালয় পুলিশ সোনমকে শিলং নিয়ে যাবে। রাজ কুশওয়াহার কল রেকর্ড, ভ্যানের চালক এবং খুনের অস্ত্রের উৎস সম্পর্কে বিস্তারিত তদন্ত করা হচ্ছে। নিহত রাজার পরিবার ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছে৷