Indian Student pinned down in Newark: হাতে হাতকড়া..মাটিতে চেপে ধরা, শোনা যাচ্ছে গোঙানি! ভারতীয় ছাত্রের সঙ্গে ক্রিমিনালের মতো আচরণ ট্রাম্পের আমেরিকায়

Last Updated:

এরপরেই ভারতীয় দূতাবাস এবং ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ট্যাগ করে তিনি লেখেন, ‘এই বাচ্চাগুলোর বাবা-মা জানতেও পারবেন না তার সাথে কী ঘটছে। @IndianEmbassyUS @DrSJaishankar গত রাতে ওই ছেলেটিকে আমার সাথে একই ফ্লাইটে তোলার কথা ছিল৷ কিন্তু তাকে তোলা হয়নি। নিউ জার্সি কর্তৃপক্ষের কাছে খোঁজ নিতে হবে ওর সাথে কী ঘটছে৷ সেটা খুঁজে বের করা দরকার। ওকে দেখেই দিশেহারা লাগছিল৷’

News18
News18
আমেরিকা: হাতে হাতকড়া পরানো৷ মাটিতে ফেলে চেপে ধরে রাখা হয়েছে তাকে৷ গোঙাতে গোঙাতে সে বলে চলেছে, ‘আমি পাগল নই, ওরা আমাকে পাগল সাজাচ্ছে’৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আমেরিকার নেওয়ার্ক বিমানবন্দরের এই ভিডিও৷ ভিডিয়োয় যে মানুষটির সঙ্গে ক্রিমিনালের মতো আচরণ করা হচ্ছে, সে আসলে এক ভারতীয় ছাত্র৷ তার ভাষায় হরিয়াণার টান আরও স্পষ্ট করে দিচ্ছে তার পরিচয়৷ ভিডিওটি পোস্ট করে এক এনআরআই কুণাল জৈন লিখেছেন, ‘এক তরুণ ছাত্রকে গতকাল রাতে নেওয়ার্ক বিমানবন্দর থেকে ডিপোর্ট করাহল৷ হাতে হাতকড়ি, কাঁদছে, ক্রিমিনালের মতো ব্যবহার করা হচ্ছে ওর সাথে৷ স্বপ্ন পূরণ করতে এসেছিল, কোনও ক্ষতি করতে আসেনি৷ এনআরআই হিসাবে অসহায় মনে হচ্ছিল নিজেকে৷’
জৈন জানিয়েছেন, ওই ছাত্র হরিয়াণার টানে কথা বলছিল৷ তিনি লেখেন, ‘আমি ওর অ্যাকসেন্ট বুঝতে পারি৷ ও বলছিল, আমি পাগল নই, এই লোকগুলো আমায় পাগল সাজাচ্ছে৷’
জৈন তাঁর পোস্টে লেখেন, ‘এই বাচ্চাগুসো ভিসা পেয়ে সকালে ফ্লাইটে ওঠে। কোনও কারণে, তারা অভিবাসন কর্তৃপক্ষের কাছে তাদের আসার কারণ ব্যাখ্যা করতে পারে না এবং অপরাধীদের মতো বেঁধে সন্ধ্যার ফ্লাইটে তাদের ফেরত পাঠানো হয়। প্রতিদিন ৩-৪টি এরকম ঘটনা ঘটছে। গত কয়েক দিনে এরকম আরও ঘটনা ঘটেছে।’
advertisement
advertisement
এরপরেই ভারতীয় দূতাবাস এবং ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ট্যাগ করে তিনি লেখেন, ‘এই বাচ্চাগুলোর বাবা-মা জানতেও পারবেন না তার সাথে কী ঘটছে। @IndianEmbassyUS @DrSJaishankar গত রাতে ওই ছেলেটিকে আমার সাথে একই ফ্লাইটে তোলার কথা ছিল৷ কিন্তু তাকে তোলা হয়নি। নিউ জার্সি কর্তৃপক্ষের কাছে খোঁজ নিতে হবে ওর সাথে কী ঘটছে৷ সেটা খুঁজে বের করা দরকার। ওকে দেখেই দিশেহারা লাগছিল৷’
advertisement
advertisement
মার্কিন যুক্তরাষ্ট্র বছরের পর বছর ধরে ডিপোর্ট করছে। ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে, মোট ১৫,৫৬৪ জন ভারতীয় নাগরিককে চার্টার্ড এবং বাণিজ্যিক উভয় ফ্লাইটের মাধ্যমে ডিপোর্ট করে দেওয়া হয়েছিল। টবে ট্রাম্প প্রশাসনে এই সংখ্যা এবং অমানবিক ধরনটা বাড়ছে৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Indian Student pinned down in Newark: হাতে হাতকড়া..মাটিতে চেপে ধরা, শোনা যাচ্ছে গোঙানি! ভারতীয় ছাত্রের সঙ্গে ক্রিমিনালের মতো আচরণ ট্রাম্পের আমেরিকায়
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement