Mid day Meal Scheme | Bratya Basu: মিড ডে মিল নিয়ে ফের জটিলতা! কেন্দ্রীয় দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

Last Updated:

সম্প্রতি মিড ডে মিল নিয়ে রাজ্যে আসে জয়েন্ট রিভিউ মিশন-এর প্রতিনিধি দল। সেই মিশনে রাজ্যের প্রতিনিধিও ছিল। কিন্তু রাজ্যের প্রতিনিধি এর সই না নিয়েই রিপোর্ট জমা দেওয়া হয়েছে বলেই অভিযোগ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর।

কলকাতা: কথা ছিল কেন্দ্র এবং রাজ্যের সদস্যেরা যৌথ ভাবে পরিস্থিতি পরিদর্শন করে রিপোর্ট জমা দেবেন। কিন্তু, কার্যক্ষেত্রে তা হল না মোটেই। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সম্প্রতি, রাজ্যের মিড ডে মিল পরিষেবা সম্পর্কে খোঁজখবর নিতে পশ্চিমবঙ্গে এসেছিল কেন্দ্রীয় পরিদর্শনকারী দল। কথা ছিল, রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে যৌথ রিপোর্ট জমা দেবেন তাঁরা। কিন্তু, অভিযোগ তেমনটা নাকি বাস্তবে ঘটেইনি। একতরফা ভাবে কেন্দ্রীয় দলই তৈরি করেছে রিপোর্ট।
মিড ডে মিল নিয়ে কেন্দ্রীয় দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যে সম্প্রতি এসেছিল মিড ডে মিল নিয়ে জয়েন্ট রিভিউ মিশনের প্রতিনিধি দল। জয়েন্ট রিভিউ মিশন সম্প্রতি রাজ্যে মিড ডে মিল নিয়ে পরিদর্শন নিয়ে কেন্দ্রকে রিপোর্ট জমা দিলেও সেই রিপোর্ট রাজ্যকে না জানিয়েই জমা দেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন শিক্ষামন্ত্রী। জয়েন্ট রিভিউ মিশনের প্রতিনিধি দলে ছিলেন রাজ্যের প্রতিনিধি। কিন্তু, রিভিউ শেষে মিড ডে মিল প্রকল্প নিয়ে যে রিপোর্ট তৈরি করা হয়েছে, তাতে রাজ্য সরকারের অধিকর্তার সই করানো হয়নি বলে অভিযোগ শিক্ষামন্ত্রীর।
advertisement
আরও পড়ুন: মৃত্যুর শোকের মাঝেই নতুন জীবনের সুখবর! মধ্যপ্রদেশে জন্ম নিল চিতার ৪টি বাচ্চা, দেখুন মিষ্টি ভিডিও
এখানেই শেষ নয়, রিপোর্টে কী আছে, তা-ও রাজ্যের প্রতিনিধিকে জানানো হয়নি বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী। সোমবার তিনি ট্যুইটে জানিয়েছেন, গোটা বিষয়টি জয়েন্ট রিভিউ মিশনের চেয়ারম্যানকে লিখিত আকারে জানানো হয়েছে।
advertisement
এদিনের ট্যুইটে ব্রাত্য বসু লেখেন, 'আমরা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ১৩ তম জয়েন্ট রিভিউ মিশনের চেয়ারম্যানকে চিঠি দিয়েছি। সেই চিঠির উত্তর পেলে আমরা এই বিষয়ে পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেব। কিন্তু সংবিধান স্বীকৃত কেন্দ্র-রাজ্য সম্পর্ক যা কেন্দ্রীয় সরকার নিত্য লঙ্ঘন করে থাকে এটি তার প্রকৃষ্ট উদাহরণ।'
advertisement
গত জানুয়ারি মাসের শেষ সপ্তাহে রাজ্যে এসেছিল এই প্রতিনিধিদল। সেই প্রতিনিধি দলে রাজ্যের তরফে মিড ডে মিল প্রকল্পের অধিকর্তাও ছিলেন। সম্প্রতি সেই রিপোর্ট জমা পড়েছে কেন্দ্রের কাছে। আর তা নিয়েই সোমবার বিস্ফোরক দাবি করেছেন শিক্ষামন্ত্রী।
আরও পড়ুন: আর ফ্রি নয়! এবার থেকে UPI পেমেন্টেও দিতে হবে বাড়তি টাকা, ১ এপ্রিল থেকে চালু নতুন নিয়ম
কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে গত সপ্তাহে টানা ৩১ ঘণ্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্না কর্মসূচি পালন করেছেন। গত সপ্তাহে শেষের দিকেই মিড ডে মিল খাতে রাজ্যকে ৬৩৮ কোটি টাকা দিয়েছে কেন্দ্র। এটি ছিল দ্বিতীয় কিস্তির টাকা। সামগ্রিক ভাবে শিক্ষা অভিযান মিশনেও ৫৭৪ কোটি টাকা কেন্দ্র দিয়েছে রাজ্যকে। সব মিলিয়ে ১২০০ কোটি টাকা কেন্দ্র দিয়েছে রাজ্যকে। কিন্তু সোমবারের শিক্ষামন্ত্রী ট্যুইট করে বিস্ফোরক অভিযোগের পর ফের নতুন করে কেন্দ্র-রাজ্য টানাপড়েন শুরু হল বলেই মনে করা হচ্ছে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mid day Meal Scheme | Bratya Basu: মিড ডে মিল নিয়ে ফের জটিলতা! কেন্দ্রীয় দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement