Cheetah | Cubs: মৃত্যুর শোকের মাঝেই নতুন জীবনের সুখবর! মধ্যপ্রদেশে জন্ম নিল চিতার ৪টি বাচ্চা, দেখুন মিষ্টি ভিডিও

Last Updated:

নামিবিয়া থেকে ভারতে আসার ৭ মাসের মধ্যে মারা গিয়েছিল একটি স্ত্রী চিতা৷ তার নাম ছিল সাশা৷ জানানো হয়েছিল, জন্মের পর থেকেই নাকি কিডনি সমস্যা ছিল সাশার। তাকে নাকি প্রথমে নিতেই চায়নি ভারত। তবে শেষ পর্যন্ত বাকি সাতজনের সঙ্গে সাশাও এসে পড়েছিল ভারতে। মাঝে মধ্যেই অসুস্থ থাকত। শত চেষ্টা করেও বাঁচানো যায়নি তাকে।

মধ্য়প্রদেশ: গত বছর সেপ্টেম্বরের কথা। সুদূর আফ্রিকা থেকে ৮টি চিতার ছানা প্রথমবারের জন্য পা রেখেছিল ভারতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের হাতে সেগুলিকে মুক্ত করেছিলেন মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে। সেই চিতার ছানারা এখন অনেকটাই বড়। বয়সেও পরিণত। সম্প্রতি, আফ্রিকা থেকে আনা এক চিতার একজনই জন্ম দিল ৪টি ফুটফুটো ছানার।
এক চিতাকে হারানোর শোকের মাঝেই এল খুশির খবর। জানা গেল, ওই আট চিতার আরেক স্ত্রী চিতা চারটে ফুটফুটে ছানা প্রসব করেছে। এই ছানাদের মায়ের নাম সিআইয়া। যাতে এই চিতার কোনও শারীরিক সমস্যা না হয়, তা নিশ্চিত করতে বর্তমানে তার উপরে সর্বক্ষণ নজরদারি চালিয়ে যাচ্ছে বন দফতর।
advertisement
advertisement
সম্প্রতি চিতার ছানাদের ভিডিও ও ছবি ট্যুইটারে পোস্ট করেছেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব। লিখেছেন, 'অমৃতকালের বন্যপ্রাণ সংরক্ষণের এক ঐতিহাসিক মুহূর্ত। ২০২২ এর ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে নামিবিয়া থেকে ভারতে যে ৮ চিতা এসেছিল, তার মধ্যেই একটি চারটি সন্তানের জন্ম দিয়েছে।'
advertisement
আরও পড়ুন: আর ফ্রি নয়! এবার থেকে UPI পেমেন্টেও দিতে হবে বাড়তি টাকা, ১ এপ্রিল থেকে চালু নতুন নিয়ম
নামিবিয়া থেকে ভারতে আসার ৭ মাসের মধ্যে মারা গিয়েছিল একটি স্ত্রী চিতা৷ তার নাম ছিল সাশা৷ জানানো হয়েছিল, জন্মের পর থেকেই নাকি কিডনি সমস্যা ছিল সাশার। তাকে নাকি প্রথমে নিতেই চায়নি ভারত। তবে শেষ পর্যন্ত বাকি সাতজনের সঙ্গে সাশাও এসে পড়েছিল ভারতে। মাঝে মধ্যেই অসুস্থ থাকত। শত চেষ্টা করেও বাঁচানো যায়নি তাকে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Cheetah | Cubs: মৃত্যুর শোকের মাঝেই নতুন জীবনের সুখবর! মধ্যপ্রদেশে জন্ম নিল চিতার ৪টি বাচ্চা, দেখুন মিষ্টি ভিডিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement