Mamata Banerjee: তৈরি হেলিপ্যাড, একাধিক কর্মসূচি নিয়ে সোমবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

Last Updated:

Mamata Banerjee : ১৪ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ সফরে থাকবেন মুখ্যমন্ত্রী। ১৪ ফেব্রুয়ারি শিলিগুড়ি পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

#ধূপগুড়ি: আগামিকাল উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর তার আগেই নিরাপত্তাব্যবস্থা আঁটোসাঁটো করতে প্রস্তুত জেলা প্রশাসন ইতিমধ্যেই জলপাইগুড়ির ধূপগুড়ি ফুটবল ময়দানে তার হেলিপ্যাড তৈরির কাজ শুরু হয়েছে। চারদিনের উত্তরবঙ্গ সফর শেষে বৃহস্পতিবার কলকাতা ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
১৪ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ সফরে থাকবেন মুখ্যমন্ত্রী। ১৪ ফেব্রুয়ারি  শিলিগুড়ি পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরকন্যাতে যাবার সময় উত্তরবঙ্গ মেডিকেল কলেজের পাশে পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে তার মূর্তিতে মাল্যদান করবেন, এরপর ১৫  তারিখ শিলিগুড়ি থেকে কপ্টারে করে কোচবিহার যাবেন তিনি। সেখানে সার্কিট হাউসে রাত্রি যাপন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর (CM North Bengal Trip)। এরপর ১৬ তারিখ কোচবিহারে চিলা রায়ের জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগদান করবেন মমতা। এরপর সেখান থেকে ফের সেদিনই ফিরে যাবেন শিলিগুড়ি। উত্তর কন্যাতে তিনি শিলিগুড়ি ফিরবেন বলে সূত্রের খবর। সফর শেষে ১৭ তারিখ দুপুরে তিনি কলকাতা ফিরবেন।
advertisement
advertisement
পুর নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) উত্তরবঙ্গ (North Bengal Trip) সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই ধূপগুড়ি হাই স্কুলের ফুটবল ময়দানে পুলিশ প্রশাসনের আধিকারিকরা পরিদর্শন করেছেন, অস্থায়ী হেলিপ্যাড তৈরির জন্য তারা যাবতীয় প্রস্তুতি নিয়েছেন। মুখ্যমন্ত্রী (CM North Bengal Trip) কোচবিহার যাওয়ার পথে যদি জরুরি অবতরণের প্রয়োজন পড়ে,তাহলে যাতে তিনি ধুপগুড়িতে তার  হেলিকপ্টার অবতরণ করতে পারেন তার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে।
advertisement
রকি চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: তৈরি হেলিপ্যাড, একাধিক কর্মসূচি নিয়ে সোমবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement