Priyanka Gandhi Rahul Gandhi: ‘দাদার জন্য জীবনও দিতে পারি’, কেন হঠাৎ আবেগে ভাসলেন প্রিয়াঙ্কা গান্ধি?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Priyanka Gandhi Rahul Gandhi: অভিযোগ ও কটাক্ষের মুখে জোরালো জবাব দিলেন প্রিয়াঙ্কা। গান্ধি পরিবারের সংঘাতের প্রশ্নে তাঁর সাফ জবাব,”সংঘাত কোথায়!”
নয়াদিল্লি: “দাদা রাহুলের জন্য আমি আমার জীবনও দিতে পারি এবং সেও আমার জন্য তাঁর জীবন দিতে পারে।” রবিবার এমনটাই বলেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি (Priyanka Gandhi। জমে উঠেছে উত্তর প্রদেশের ভোটের (Uttar Pradesh Assembly Election 2022) মহারণ। বিজেপির তরফ থেকে গত কয়েকদিন ধরেই কটাক্ষ করা হচ্ছিল কংগ্রেসের 'ফাঁটল' নিয়ে। বলা হচ্ছিল ভাই-বোনের (Priyanka Gandhi Rahul Gandhi) মধ্যে এক দ্বন্দ্ব চলছে।
রবিবার সেই সব অভিযোগ ও কটাক্ষের মুখে জোরালো জবাব দিলেন প্রিয়াঙ্কা (Priyanka Gandhi)। গান্ধি পরিবারের সংঘাতের প্রশ্নে তাঁর সাফ জবাব,”সংঘাত কোথায়!” কিছুদিন আগেই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন, প্রিয়াঙ্কা গান্ধি এবং রাহুল গান্ধির (Rahul Gandhi) মধ্যে “ফাটল” কংগ্রেসের পতন ঘটাবে। যোগীর সেই আক্রমণেরও পাল্টা রবিবার দিয়ে রাখলেন প্রিয়াঙ্কা (Priyanka Gandhi Rahul Gandhi)।
advertisement
advertisement
ঠিক কী বলেছেন প্রিয়াঙ্কা? যোগীকে 'সংঘর্ষ' নিয়ে প্রশ্ন ছুঁড়ে দিয়ে প্রিয়াঙ্কা বলেন, "আমি আমার দাদার জন্য জীবন দিতে পারি। ও-ও জীবন দিতে পারে আমার জন্য।” সেই সঙ্গেই তাঁর পাল্টা কটাক্ষ, ”ফাঁটল আসলে যোগীর মনে। তাঁর কথায়, "মনে হচ্ছে বিজেপির মধ্যেই দেখা দিয়েছে সেই ফাঁটল। ওঁর সঙ্গে মোদি ও অমিত শাহের সম্পর্কেরই অবনতি হয়েছে।”
advertisement
১০ ফেব্রুয়ারি থেকে উত্তরপ্রদেশে শুরু হয়ে গিয়েছে নির্বাচন। চলছে পুরোদমে প্রচার। হেলিকপ্টারে করে জনসভার দিকে উড়ে যাওয়ার আগে এভাবেই বিরোধী শিবিরকে আক্রমণ করলেন প্রিয়াঙ্কা (Priyanka Gandhi Rahul Gandhi)। উত্তরপ্রদেশের নির্বাচনের প্রাক্কালে এমনই আক্রমণাত্মক মেজাজে দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে। রাজ্যের নির্বাচনী ইস্তেহার প্রকাশের সময় যখন তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, উত্তরপ্রদেশে কংগ্রেসের ‘মুখ্যমন্ত্রীর মুখ’ কে, তখন তিনি বলে উঠেছিলেন, ‘‘আপনারা কি অন্য কারও মুখ দেখতে পাচ্ছেন? আমার মুখই তো সর্বত্র দেখা যাচ্ছে, তাই না? ব্যাস।’’
advertisement
তাঁর এমন মন্তব্য থেকে গুঞ্জন ছড়িয়ে পড়ে এবারের নির্বাচনে বিরোধী দলগুলির যোগী, অখিলেশের মতোই তিনিও তাঁর দলের ‘মুখ্যমন্ত্রীর মুখ’। যদিও পরে নিজের মন্তব্য থেকে সরে আসেন কংগ্রেস নেত্রী (Priyanka Gandhi)। বলেন, “আমি এটা বলছি না যে আমি একমাত্র মুখ। তবে আপনারা বারবার একই প্রশ্ন করেন, তাই আমিও একটু বাড়িয়েই বলেছিলাম।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 13, 2022 6:01 PM IST