#কলকাতা: শনিবার কালীঘাটে জরুরি বৈঠক ডেকেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on TMC)। সেখানেই দলের জাতীয় কর্মসমিতির ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মসমিতিতে মমতা ছাড়াও রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on TMC)। মোট ২০ জনের নাম এদিন ঘোষণা করা হয়েছে (Mamata Banerjee on TMC)। যদিও কোনও পদাধিকারীর নাম এখনও চূড়ান্ত হয়নি। পরে নাম মনোনীত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবারের বৈঠকের পর এমনটাই জানিয়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: গ্রুপ এ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টার!
তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, এখন দলের জাতীয় কর্মসমিতি হল, মমতা বন্দোপাধ্যায়, অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বুলুচিক বারিক, চন্দ্রিমা ভট্টাচার্য, সুখেন্দু শেখর রায়, অসীমা পাত্র, মলয় ঘটক, অনুব্রত মন্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক, রাজীব ত্রিপাঠী। এই কমিটিতে নাম নেই ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের মতো হেভিওয়েটের নাম। পরে মমতা বন্দ্যোপাধ্যায় এই কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করবেন। সেই নাম যাবে নির্বাচন কমিশনে চূড়ান্ত অনুমোদনের জন্য। আপাতত তৃণমূলের সব কমিটি অবলুপ্ত। এমনটাই দলীয় সূত্রে খবর।
আরও পড়ুন: ভ্যালেন্টাইন্স ডে থেকে রেলের এই নিয়ম ফের চালু হচ্ছে, যাত্রীরা অবশ্যই জেনে নিন...
বৈঠক থেকে বেরিয়ে পার্থ চট্টোপাধ্যায় আরও বলেছেন, 'রেজিস্টার্ড অফিসে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেন। সভানেত্রীর হওয়ার পর পাঁচ-ছজনের নাম বলেছিলেন, আপাতত কাজ চালাবেন বলে। আজ ডেকেছিলেন সকলকে। আজ সর্বভারতীয় তৃণমূলের জাতীয় কর্ম সমিতির নাম ঘোষণা করেছেন। পদাধিকারীদের তালিকা প্রকাশ হবে অতি শীঘ্রই। নাম মনোনীত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Abhishek Banerjee, Mamata Banerjee