#নয়াদিল্লি: সম্প্রতি ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টারের (Bhabha Atomic Research Centre) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
BARC Recruitment 2022: আবেদনের তারিখ প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের আগামী ২১ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। প্রার্থীরা তাদের GATE 2022 স্কোর ব্যবহার করে পদগুলির জন্য আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কি অফলাইনেই বাধ্যতামূলক? UGC যা জানাল...
উল্লিখিত পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও অন্যান্য বিষয়ে আরও বিশদ জানতে প্রার্থীরা এখানে উপলদ্ধ বিজ্ঞপ্তির http://barconlineexam.in/document/BARC_information_brochure_2022.pdf মাধ্যমে জানতে পারেন।
আরও পড়ুন: CISF জওয়ান হওয়ার দারুণ সুযোগ, ১১৪৯ শূন্যপদে নিয়োগ! আজই আবেদন করুন
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টার (Bhabha Atomic Research Centre) |
পদের নাম: | গ্রুপ এ |
শূন্যপদের সংখ্যা: | কিছু জানানো হয়নি |
কাজের স্থান: | কিছু জানানো হয়নি |
কাজের ধরন: | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি: | লিখিত পরীক্ষা |
আবেদন প্রক্রিয়া শুরু: | চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | কিছু জানানো হয়নি |
বেতনক্রম: | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ দিন: ২১.০২.২০২২
BARC Recruitment 2022: আবেদন পদ্ধতি স্টেপ-১ barconlineexam.in-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে স্টেপ-২ অনুসন্ধান করে তারপর হোম পেজে উপলব্ধ অনলাইন লিঙ্কটিতে ক্লিক করতে হবে স্টেপ-৩ প্রার্থীদের তাদের রেজিস্ট্রেশনের বিবরণ লিখতে হবে এবং সাবমিটে ক্লিক করতে হবে স্টেপ-৪ তারপর, তাদের আবেদন ফর্মটি পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় আবেদন ফি প্রদান করতে হবে স্টেপ-৫ একবার এই প্রক্রিয়াটি সম্পন্ন হলে, সাবমিটে ক্লিক করে আবেদনপত্র জমা দিতে হবে স্টেপ-৬ কনফার্মেশন পেজটি ডাউনলোড করতে হবে স্টেপ-৭ আবেদনপত্র পূরণ করা হয়ে গেলে প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন
BARC Recruitment 2022: পরীক্ষার তারিখ BARC-এর বিজ্ঞপ্তি অনুসারে, অনলাইন পরীক্ষার স্লট বুকিং ৪ থেকে ১৮ মার্চ পর্যন্ত ওয়েবসাইটে পাওয়া যাবে। এ বছর ৭ থেকে ১৩ এপ্রিল অনলাইন পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া প্রার্থীদের মনে রাখা উচিত যে তাঁদের GATE স্কোর আপলোড করার শেষ তারিখ ১৩ এপ্রিল, ২০২২ পর্যন্ত।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BARC, BARC Recruitment 2022