Mamata Banerjee: মন্ত্রীদের উদ্দেশ্যে কড়া বার্তা মমতার! যা বললেন, ইঙ্গিত স্পষ্ট হয়ে গেল! ব্যাপক শোরগোল
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Mamata Banerjee: প্রসঙ্গত, সাগরদিঘিতে পরাজয়ের পর দলের সংখ্যালঘু সেলের দায়িত্ব হাজি নুরুল ইসলামের বদলে মোশারফ হোসেনকে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো।
কলকাতা: রাজ্যের মন্ত্রীদের উদ্দেশ্যে এবার কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ''বক্তৃতা দেওয়ার আগে ভাববে তোমরা সরকারের অংশ। সরকার যা কাজ করেছে, তোমরাও তাতে সামিল। এমন কোনও বক্তব্য পেশ করবে না যেটা ঠিক নয়।''
মুখ্যমন্ত্রীর সংযোজন, ''নিজেদের দফতরের কাজে মন দাও।'' সমস্ত মন্ত্রীদের উদ্দেশ্যে এমনই বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই নির্দেশের সুরে মুখ্যমন্ত্রী বলেন, ''নতুন কোনো স্কিম ঘোষণার আগে আমার সঙ্গে কথা বলতে হবে। আমার সঙ্গে কথা না বলে কোনো নতুন স্কিম ঘোষণা করা যাবে না।''
advertisement
advertisement
প্রসঙ্গত, সাগরদিঘিতে পরাজয়ের পর দলের সংখ্যালঘু সেলের দায়িত্ব হাজি নুরুল ইসলামের বদলে মোশারফ হোসেনকে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। মোশারফ উত্তর দিনাজপুরের ইটাহারের তৃণমূল নেতা। এই সিদ্ধান্তের দিন কয়েকের মধ্যেই সংখ্যালঘু বিষয়ক দফতর থেকেও সরানো হয় গোয়ালপোখরের বিধায়ক গুলাম রাব্বানিকে। এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হয়েছিল।
advertisement
সাগরদিঘি উপনির্বাচনে ধরাশায়ী হয়েছে তৃণমূল। মুর্শিদাবাদ থেকেই প্রচুর পরিযায়ী শ্রমিক দেশের অন্যত্র কাজ করতে যান। ফলে সংখ্য়ালঘু ভোটে ব্যাঙ্ক নিয়ে শাসক দলের অন্দরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এরপরই দলের সংখ্যালঘু সেল ও সংখ্যালঘু দফতর নিয়ে তড়িঘড়ি পদক্ষেপ করেন মুখ্যমন্ত্রী। যা আসলে সংখ্যালঘুদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা বলে মনে করা হচ্ছিল। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, এখনও সংখ্যালঘুদের বড় অংশই মমতা ও তৃণমূলের প্রতি আস্থাশীল। এই পরিস্থিতিতে মমতার মন্ত্রীদের উদ্দেশ্যে বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 26, 2023 7:08 PM IST