Abhishek Banerjee: 'দরজা খোলা, দল থেকে বেরিয়ে যাক', চরম হুঁশিয়ারি অভিষেকের! নিশানায় কারা, জানেন?

Last Updated:

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ''নির্দল হয়ে দাঁড়ালে, দলের দরজা খোলা, দল থেকে বেরিয়ে যাক, নির্দল হয়ে দাঁড়াক৷ আর আমাকে ধমকে চমকে লাভ নেই৷ আগে কী পরিস্থিতিতে ভোট হত?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি
কলকাতা: কোচবিহার থেকে কাকদ্বীপ, ৬০ দিন জেলায় জেলায় জনসংযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের ৩,৩৪৩টি পঞ্চায়েত ঘুরে দলীয় প্রার্থী বাছাই করবে তৃণমূল। ত্রিস্তরীয় পঞ্চায়েতে কী ভাবে প্রার্থী নির্বাচন হবে? মঙ্গলবারই দিনহাটার সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, গোপন ব্যালেটে প্রার্থীর নাম লিখে জমা দিতে হবে, সেখানে নাম কিংবা ফোন নম্বর কোনও কিছু দেওয়ার প্রয়োজন নেই। শুধু ব্যালটই নয়, ফোন নম্বর বিলি করে (৭৮৮৭৭৭৮৮৭৭) তিনি আরও বলেন, কেউ চাইলে ফোন করে নিজের পছন্দের প্রার্থীর নাম বলতে পারেন। তাঁর আশ্বাস, ''তৃণমূল নয়, মানুষের পঞ্চায়েত গড়বে মানুষ। প্রার্থী একজন শিক্ষক, অধ্যাপক কিংবা সমাজকর্মীও হতে পারেন। তাঁকে রাজনৈতিক রং, ধর্ম, জাতির ঊর্ধ্বে গিয়ে পাঁচ বছর পঞ্চায়েতের কাজ করতে হবে।'' এই পরিস্থিতিতে এদিন নাটাবাড়িতে নির্দল প্রার্থী নিয়েও তুমুল হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, ''নির্দল হয়ে দাঁড়ালে, দলের দরজা খোলা, দল থেকে বেরিয়ে যাক, নির্দল হয়ে দাঁড়াক৷ আর আমাকে ধমকে চমকে লাভ নেই৷ আগে কী পরিস্থিতিতে ভোট হত? দিনহাটা, ভেটাগুড়ি, তুফানগঞ্জে ভোটে কী পরিস্থিতি ছিল? আমরা সেই অবস্থার বদল চাই। আগে স্লোগান দিতাম, নিজের ভোট নিজে দিন৷ এখন স্লোগান দিচ্ছি, নিজের প্রার্থী, নিজে বাছাই করুন। বিজেপি এখানে ক্যাম্প ভেঙে দিয়েছিল দুয়ারে সরকারের৷ ওরা গোটা দেশ জুড়ে নৈরাজ্য চালাচ্ছে।''
advertisement
advertisement
এরপরই বিজেপিকে একহাত নিয়ে তৃণমূল সাংসদ বলেন, ''ওরা বলে উত্তরবঙ্গ আলাদা রাজ্য গড়ব৷ মোদি-শাহ-নাড্ডা এসে এখানে বলুক, আলাদা রাজ্য গড়ব৷ চ্যালেঞ্জ করছি, সেটা বললে, আমি রাজনীতির আঙিনা থেকে সরব৷ কীসের আলাদা রাজ্য? কোচবিহার থেকে কাকদ্বীপ গোটাটাই বঙ্গ। ক্ষমতা থাকলে কোচবিহারের রিপোর্ট কার্ড নিয়ে আসুন৷ বিজেপি সরকার কী করেছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কী করেছে।''
advertisement
অভিষেকের সংযোজন, ''এখানে বিজেপির বিধায়ক৷ একদিনও এলাকার দাবিদাওয়া নেই, সরব হয়নি বিধানসভায়৷ এদের বাড়ি ঘেরাও করুন৷ আপনাদের ভোটে জিতে ৩৬৪ দিন কলকাতায় গিয়ে বসে থাকে৷ আর স্নো-পাওডার মেখে টিভিতে ভাষণ দেবেন। এই যে নিশীথ প্রামাণিক দিল্লিতে গিয়ে মার্বেল প্যালেস তৈরি করেছে। আমার কাছে ছবি আছে, মানুষ যদি চায়, আমি পরের দিন মিটিংয়ে রিলিজ করে দেব। আমি যদিও কাউকে ব্যক্তিগত আক্রমণ করি না।''
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Abhishek Banerjee: 'দরজা খোলা, দল থেকে বেরিয়ে যাক', চরম হুঁশিয়ারি অভিষেকের! নিশানায় কারা, জানেন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement