TMC: একসঙ্গে ৩২ তৃণমূল নেতার ইস্তফা! অভিষেকের জনসংযোগ যাত্রার মধ্যে বিরাট চাপে শাসক দল

Last Updated:

TMC: মঙ্গলবার ধলপল -১ অঞ্চলের তৃণমূল কংগ্রেসের ৩২ জন পদাধিকারী ইস্তফার কথা ঘোষণা করেন। এর মধ্যে বুথ সভাপতি, অঞ্চল সাধারণ সম্পাদক, ব্লক কমিটির সদস্যরা রয়েছে।

তৃণমূলের বিড়ম্বনা
তৃণমূলের বিড়ম্বনা
তুফানগঞ্জ: তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রার শুরুতেই ধাক্কা! দল বেঁধে ইস্তফা ৩২ তৃণমূল নেতার। দলে থেকে পুরনো কর্মীরা গুরুত্ব পাচ্ছেন না। দলের বিরুদ্ধে অসন্তোষের কারণে এই গণইস্তফা বলেই জানিয়েছেন তাঁরা।
মঙ্গলবার ধলপল -১ অঞ্চলের তৃণমূল কংগ্রেসের ৩২ জন পদাধিকারী ইস্তফার কথা ঘোষণা করেন। এর মধ্যে বুথ সভাপতি, অঞ্চল সাধারণ সম্পাদক, ব্লক কমিটির সদস্যরা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোচবিহার জেলা সফরের মধ্যেই এই ইস্তফা ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। আর তা নিয়ে কটাক্ষ ছুড়েছে গেরুয়া শিবির। তৃণমূল কংগ্রেস জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে মন্তব্য করেন মণ্ডল সভাপতি যুগল কিশোর দাস।
advertisement
advertisement
কোচবিহারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রার আজ দ্বিতীয় দিন। কোচবিহার দক্ষিণ, কোচবিহার উত্তর, নাটাবাড়ি ও তুফানগঞ্জ- চারটি বিধানসভা এলাকাতেই অভিষেকের কর্মসূচি রয়েছে এদিন। তৃণমূলের জনসংযোগ কর্মসূচির প্রথম দিনই কোচবিহারের নানা জায়গায় চরম বিশৃঙ্খলা দেখা দেয়। ব্যালট বক্স ভাঙচুর, ব্যালট পেপার ছিনতাই, চেয়ার ছোড়াছুড়ি, বচসা-মারামারি বাদ যায়নি কিছুই।
advertisement
মঙ্গলবার বিকেলে তুফানগঞ্জ-১ নম্বর ব্লকের ধলপল-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের চিলাখানা এলাকায় গণইস্তফা দিলেন তৃণমূল কংগ্রেসের ৩২ জন পদাধিকারী। যার মধ্যে তৃণমূলের বুথ সভাপতি, অঞ্চল সভাপতি, সাধারণ সম্পাদক, ব্লক কমিটির বিভিন্ন সদস্যরা রয়েছে। তাঁদের অভিযোগ, দলে পুরনো কর্মীরা গুরুত্ব পাচ্ছেন না। দলের বিরুদ্ধে তীব্র অসন্তোষ দেখিয়েই এই গণইস্তফা বলে জানিয়েছেন ধলপল -১ অঞ্চলের তৃণমূল সভাপতি পরিমল দাস।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
TMC: একসঙ্গে ৩২ তৃণমূল নেতার ইস্তফা! অভিষেকের জনসংযোগ যাত্রার মধ্যে বিরাট চাপে শাসক দল
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement