Mahua Moitra Mamata Banerjee: 'মহুয়ার পাশে দল ছিল-থাকবেও', প্রার্থী করা নিয়েও স্পষ্ট বার্তা মমতার!
- Written by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Mahua Moitra Mamata Banerjee: তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ''দল মহুয়ার সঙ্গে ছিল আছে থাকবে। তোমরা সিবিআই করবে, তদন্ত করবে। আর মহুয়াকে কথা বলার সুযোগই দেয়নি।''
নয়াদিল্লি: সাংসদ পদ থেকে বহিষ্কৃত হয়েই বিজেপি-র শেষ দেখে ছাড়ার হুঙ্কার ছাড়লেন তৃণমূলের মহুয়া মৈত্র৷ এ দিন প্রত্যাশিত ভাবেই লোকসভা থেকে বহিষ্কার করা হয় কৃষ্ণনগর থেকে নির্বাচিত সাংসদকে৷ এই সিদ্ধান্তের প্রতিবাদেই লোকসভা থেকে ওয়াক আউট করেন বিরোধী দলের সাংসদরা৷ আর মহুয়ার বহিষ্কারের পরই কার্শিয়াং থেকে মুখ খোলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণের পাশাপাশি দল যে মহুয়ার পাশেই আছে, তা দৃঢ়ভাবে জানিয়ে দেন তিনি।
তৃণমূল নেত্রীর কথায়, ”দল মহুয়ার সঙ্গে ছিল আছে থাকবে। তোমরা সিবিআই করবে, তদন্ত করবে। আর মহুয়াকে কথা বলার সুযোগই দেয়নি। এটা গণতন্ত্রের সন্মানহানী করা। আজ তাদের মেজরিটি আছে। আমাদের আছে ২/৩ মেজরিটি আছে। আমরা তো তাহলে যে কাউকে হাউস থেকে সরিয়ে দিতে পারি। আমরা এটা করি না।”
advertisement
advertisement
মমতার সংযোজন, ”মহুয়ার সঙ্গে তো পার্টি রয়েছে। ও তো আমাদের দলের প্রেসিডেন্ট আছে। মহুয়া ভিকটিম এই ঘটনার। আমি তীব্র প্রতিবাদ করছি। আমাদের দল লড়াই করবে। আজ সংসদের জন্য দুঃখের দিন। কিন্তু মহুয়া লড়াই করবে।”
তৃণমূল নেত্রীর অভিযোগ, ”৪৯৫ পাতার রিপোর্ট আজই জমা পড়েছে। ৩০ মিনিট সময় দেওয়া হয়েছিল। আমি এটা বুঝতে পারিনি, কীভাবে ৩০ মিনিটের মধ্যে এই রিপোর্ট পড়া সম্ভব! আমি ইন্ডিয়া জোটকে ধন্যবাদ জানাই, তারা আজ সরব হয়েছে।”
advertisement
এদিন মহুয়াকে বহিষ্কারের পরই সংসদ ভবনের বাইরে গান্ধি মূর্তির সামনে জড়ো হন বিরোধী দলের সাংসদরা৷ সেখানে উপস্থিত ছিলেন সনিয়া গান্ধি এবং রাহুল গান্ধিও৷ সেখানেই মহুয়া বলেন, ‘এথিক্স কমিটি বিরোধীদের কোণঠাসা করতে ব্যবহৃত হচ্ছে৷ কোনও নিয়মের ধার ধারা হয়নি৷ দু জনের ব্যক্তিগত বয়ানের ভিত্তিতে আমাকে বহিষ্কার করা হল৷ তাঁদের কাউকে আমি প্রশ্ন করার সুযোগ পেলাম না৷ আমি উপহার, টাকা নিয়েছি, এরকম কোনও প্রমাণ নেই৷ যে সাক্ষ্যের ভিত্তিতে আমাকে বহিষ্কার করা হল, সেগুলি পরস্পর বিরোধী৷ সাংসদদের লগ ইন পোর্টাল কাউকে দেওয়া যাবে না এরকম কোনও নিয়ম নেই৷’ মহুয়া আশঙ্কা প্রকাশ করে আরও বলেন, ‘সব নিয়মকে ভেঙে এই সিদ্ধান্ত নেওয়া হল৷ কালকেই হয়তো আমার বাড়িতে সিবিআই আসবে৷ ৬ মাস আমাকে হেনস্থা করা হবে’৷ সব শেষে বহিষ্কৃত তৃণমূল সাংসদ বলেন, ‘মানুষের যখন বিনাশ হয়ে তখন সবার প্রথমে বুদ্ধি লোপ পায়৷ এটাই আপনাদের শেষের শুরু৷ আমরা ফিরে আসব এবং আপনাদের শেষ দেখে ছাড়ব৷’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 08, 2023 4:15 PM IST










